ঢাকা, বুধবার   ২৬ ফেব্রুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

সহ-সভাপতি পদে হেরে, সদস্য পদে শপথ রিয়াজের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১৪, ৭ এপ্রিল ২০২২

Ekushey Television Ltd.

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সবশেষ নির্বাচন অনুষ্ঠিত হয় গত ২৮ জানুয়ারি। সেই নির্বাচনে কাঞ্চন-নিপুণ প্যানেল থেকে সহ-সভাপতি পদে লড়াই করে হেরে যান নায়ক রিয়াজ। তবে পরিবর্তী সময়ে নির্বাচিত কমিটির একজন সদস্য (রজিনা) পদত্যাগ করলে সেখানে স্থান পান জনপ্রিয় তারকা রিয়াজ।

গত ২৬ মার্চ সমিতির নতুন কমিটির মিটিংয়ে রোজিনার পদত্যাগ পত্র গ্রহণ করা হয় এবং কার্যকরী পরিষদের সদস্য হিসেবে রিয়াজকে রোজিনার স্থলাভিষিক্ত করা হয়। 

৬ এপ্রিল নতুন কমিটির কার্যকরী পরিষদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন রিয়াজ। শিল্পী সমিতির স্টাডি রুমে শপথ নেন এই নায়ক। 

জানা যায়, রিয়াজকে শপথ বাক্য পাঠ করান সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন। শপথ গ্রহণ শেষে ইলিয়াস কাঞ্চনকে পা ছুঁয়ে সালাম করেন রিয়াজ।

এ সময় সেখানে আরও উপস্থিত ছিলেন নিপুণ, সাইমন, অমিত হাসান, শাহনূর, আরমান, কেয়া। শপথের পরে সবাই রিয়াজকে অভিনন্দন জানান।
আরএমএ/ এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি