ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

‘কপাল ভাল কানটায় আবার শুনতে পাচ্ছি’, উইলের চড় নিয়ে বললেন ক্রিস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২২, ১০ এপ্রিল ২০২২

Ekushey Television Ltd.

উইল স্মিথের স্ত্রী, অভিনেত্রী জাডা পিঙ্কেট স্মিথের মাথায় কম চুল নিয়ে মস্করা করেছিলেন ক্রিস রক। অস্কারমঞ্চে উঠে কৌতুকশিল্পী এই সঞ্চালককে সপাটে চড় কষান স্মিথ। সেই থেকে একের পর এক ঘটনায় জর্জরিত হলিউডের এই তিন তারকা। কিন্তু বিরতি নেই ক্রিসের। অস্কারের অনুষ্ঠান শেষ হতেই ‘ইগো ডেথ ওয়ার্ল্ড টুর’ নামে স্ট্যান্ড আপ কমেডির শো শুরু হয় নানা দেশে। দর্শকেরা তার মুখ থেকে চপেটাঘাত নিয়ে মন্তব্য শুনতে চাইলেও তিনি মুখে কুলুপ এঁটেছেন। কিন্তু রসিক ক্রিস তার পারফর্ম্যান্সের মধ্যে দু’চার টুকরো কৌতুক মন্তব্য করতে দ্বিধাবোধ করেননি।

সম্প্রতি একটি অনুষ্ঠানে তিনি বলেন, ‘‘কপাল ভাল কানটায় আবার শুনতে পাচ্ছি!’’ এ কথা স্পষ্ট, উইলের হাতে বা গালে থাপ্পড় খাওয়া নিয়েই এই মন্তব্য তার। শুধু তা-ই নয়, একই অনুষ্ঠানে তিনি উপহাস করেন, ‘‘যত ক্ষণ না পর্যন্ত পারিশ্রমিক পাচ্ছি, তত ক্ষণ ওই ঘটনা (উইলের চড়) নিয়ে কোনও মন্তব্য করব না।’’

গত মাসে আর একটি অনুষ্ঠানে সরাসরি বলেন, ‘‘আপনারা যদি ওই ঘটনা (অস্কারের চড়-কাণ্ড) সম্পর্কে আমার মন্তব্য শুনতে আসেন, তা কিন্তু হবে না। এই ঘটনার আগেই আমার স্ট্যান্ড-আপ কমেডির অনুষ্ঠানের জন্য লম্বা লম্বা চিত্রনাট্য লিখেছি।’’ তবে অনুষ্ঠান চলাকালীন উইলের চপেটাঘাত নিয়ে একটি বাক্য ব্যয় করেন তিনি। বলেছেন, ‘‘আমি এখনও ভেবে চলেছি, সে দিন ঠিক কী হয়েছিল? নিজের মনের মধ্যে এখনও সেই মুহূর্তটিকে নিয়ে চিন্তা করে চলেছি।’’

এ দিকে ওই চড় মারার দায়ে উইল স্মিথকে ১০ বছরের জন্য অস্কার থেকে নিষিদ্ধ করা হয়েছে। দিন দু’য়েক আগে সেই সিদ্ধান্তের কথা জানিয়েছেন ‘অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্স’ কর্তৃপক্ষ।

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি