ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

দামী গাড়ির বদলে ট্যাক্সিতে এল রণবীরের বিয়ের পোশাক!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১০, ১২ এপ্রিল ২০২২

চলতি সপ্তাহেই বিয়ের পিঁড়িতে বসছেন রণবীর-আলিয়া। বিয়ের তারিখ নিয়ে ধোঁয়াশা নেই- এটা বললে ভুল বলা হবে। আলিয়া ভাটের চাচা রবিন ভাট সংবাদমাধ্যমকে জানিয়েছেন ১৪ই এপ্রিল সাত পাকে বাঁধা পড়ছেন ‘রালিয়া’। 

তবে কোনও কোনও সূত্র এমনটাও বলছে বৈশাখীর রাতেই নাকি সাত পাক ঘুরবেন তারা। তবে তারিখ যাই হোক, আগামী কয়েক ঘন্টার মধ্যেই মিসেস রণবীর কাপুর হয়ে যাবেন আলিয়া ভাট।

বিয়ের প্রস্তুতি পুরোদমে চলছে। সেজে উঠেছে রণবীরের বাড়ি ‘বাস্তু’।

আলোর রোশনাইতে সেজে উঠেছে আরকে স্টুডি'র চারিদিক। আর সোমবার দুপুরে রণবীরের বাড়িতে ডিজাইনার সব্যসাচীর ফ্যাশন হাউজ থেকে পৌঁছে গেল বিয়ের পোশাক। ব্যাগ ভর্তি পোশাক এসেছে বাঙালি ডিজাইনারের ঘর থেকে, আগেই জানা গিয়েছিল বিয়েতে সব্যসাচীর পোশাকেই সাজবেন কনে।

এদিন হলুদ কালো ট্যাক্সি করে একগুচ্ছ বিয়ের জামাকাপড় হাজির হল রণবীরের বাড়িতে। বেইজ রঙা ব্যাগের ভিতর সুরক্ষিত অবস্থায় রয়েছে বিয়ের সব পোশাক-আশাক। পোশাকের ঝলক দেখা যায়নি, তবে প্যাকিং-এর উপর থেকে আলিয়ার বিয়ের লেহেঙ্গার ঝলক দেখেই তুমুল উত্তেজিত ফ্যানেরা। কনের সাজে আলিয়াকে দেখতে চায় তারা।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি