ঢাকা, বৃহস্পতিবার   ০৬ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

নেপালের পাহাড়ে ১০ দিনের কঠিন ধ্যানে শুভ!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৬, ১৩ এপ্রিল ২০২২

Ekushey Television Ltd.

হঠাৎ করেই যেন সব সিগন্যালের বাইরে আরেফিন শুভ। বাংলাদেশের এই সেরা চিত্রনায়কের পদচারণা নেই ঢাকার ধুলামাখা রাস্তা থেকে মোবাইল বা সামাজিক যোগাযোগমাধ্যমেও। তিনি নাকি গভীর ধ্যানে মগ্ন।

হ্যাঁ, সত্যিই ধ্যানে বসেছিলেন এই চিত্রনায়ক। আর সেটা নেপালে। দেশটির রাজধানী থেকে কিছুটা দূরে পাহাড়ি এলাকায় বিপাসনায় মেডিটেশনে ছিলেন চিত্রনায়ক।

১০ দিনের সেই কঠিন ধ্যান ভাঙল ১২ এপ্রিল। এই কথা নিশ্চিত করলেন তিনি নিজেই।

শুভ বলেন, ‘‘গত প্রায় দেড় বা পৌনে দুই বছর ধরে বঙ্গবন্ধুর বায়োপিক ‘মুজিব’ নিয়ে গভীর মনোনিবেশে শারীরিক ও মানসিকভাবে অস্থির ছিলাম। তারপর আপনারা জানেন, আমার মায়ের একটা সার্জারি করিয়ে মুম্বাই থেকে ফিরেছি দুই-তিন মাস হলো। এরপর আবার বেশ দৌড়ঝাঁপে ছিলাম। আমি সবকিছু থেকে একটু বের হতে চেয়েছিলাম।’’

ধ্যানের বিষয়ে তিনি বলেন, “বিপাসনা মেডিটেশনের ব্যাপারে ছয়-সাত বছর ধরে জানি, কিন্তু হয়ে ওঠেনি। এটা ১০ দিনের একটা রেসিডেন্সিয়াল কোস। যেখানে সেন্টার সেখানে আবেদন করে ১০ দিন থাকতে হয়। মজার ব্যাপার হলো, এখানে কিছু নিয়ম-কানুন আছে। ১০ দিন আপনি কারও সঙ্গে কথা বলতে পারবেন না, এমনকি ইশারাতেও না। শুধু যারা শিক্ষক থাকবেন তাদের সঙ্গে কথা বলতে পারবেন। ব্যাপারটি বেশ কঠিন।”

আরএমএ
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি