ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

আবারও নাটকে ফিরলেন শখ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২০, ১৪ এপ্রিল ২০২২

এক সময়ের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী আনিকা কবির শখ। দীর্ঘদিন আড়ালেই ছিলেন তিনি। বিয়ে করে ঘর-সংসারী হয়েছেন। গেল সেপ্টেম্বরে কন্যাসন্তানের মা হয়েছেন। সব মিলিয়ে শখের জীবন অনেকটা বদলে গেছে। কিন্তু কাজের ক্ষেত্র পাল্টায়নি। আবারও ক্যামেরার সামনে দাঁড়ালেন এই অভিনেত্রী।

আসছে ঈদুল ফিতর উপলক্ষে ‘ফাটাফাটি প্রেম’ শিরোনামে একটি নাটকে অভিনয় করেছেন শখ। জাকিউল ইসলাম রিপনের পরিচালনায় গত মাসে রাজধানীর উত্তরায় নাটকটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে।

শখ গণমাধ্যমে বলেন, ‘‘প্রায় দুই-তিন বছর পর ক্যামেরার সামনে দাঁড়ালাম। শুটিংয়ে ফিরে খুব ভালো লাগছে। বিশেষ করে আমাকে যেভাবে স্বাগত জানানো হয়েছে, এমনটা পাব তা ভাবিনি। মনে হচ্ছে, আগের চেয়ে সবাই এখন অনেক আন্তরিক হয়ে গেছে।’’

অভিনেত্রীর ভাষ্যমতে, ‘‘আমি বিশ্বাস করি, কারও জায়গা কখনো নষ্ট হয় না। কারও জায়গা কেউ নিতে পারে না। আমি যখন কাজ করিনি, তখন অনেক নতুন মুখ এসেছে কিন্তু আমি আমার জায়গাতেই আছি। তাছাড়া ফিরেই দর্শকের অনেক সাড়া পেয়েছি, আমার জায়গা নষ্ট হলে এটা পেতাম না।’’

জানা গেছে, বিয়ে নিয়ে নাটকটির গল্প এগিয়েছে। ঈদ আয়োজনে এটি দেখা যাবে একটি বেসরকারী টেলিভিশনের পর্দায়।

এমএম/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি