ঢাকা, বৃহস্পতিবার   ১০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

‘রাস্তা আটকে নমাজ পড়া বন্ধ হোক’, বিস্ফোরক পোস্ট তসলিমার 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫৯, ১৯ এপ্রিল ২০২২ | আপডেট: ১২:০০, ১৯ এপ্রিল ২০২২

Ekushey Television Ltd.

রাস্তায় বসে নামাজ পড়ার বিরোধিতা করে এবার বিতর্কের মুখে পড়লেন লেখিকা তসলিমা নাসরিন। তসলিমার সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে ইতিমধ্যেই তুমুল শোরগোল শুরু হয়ে গেছে নেটপাড়ায়। নেটিজেনরা তো ক্ষেপে লাল লেখিকার উপর। তার সঙ্গে সহমত পোষণও করেছেন কেউ কেউ।

তা ঠিক কী লিখেছেন তসলিমা?

তসলিমা টুইটারে লিখলেন, ‘নমাজ পড়ার অধিকার নিয়ে আমি মুসলিমদের সমর্থন করি। যদিও আমি মনে করি নমাজ পড়ার সবচেয়ে সঠিক স্থান, নিজের বাড়ি। তবে যখন তারা রাস্তা আটকে এবং সমস্যার সৃষ্টি করে নমাজ পড়েন, সেটাকে আমি একদমই সমর্থন করি না। গোটা বিশ্বে রাস্তা আটকে নমাজ পড়া বন্ধ করা হক।’

নানা সময়ে, নানা বিষয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে দেখা যায় তসলিমাকে। এর আগে বোরখা নিষিদ্ধ বিষয়ে মুখ খুলেছিলেন লেখিকা। 

সূত্র: সংবাদ প্রতিদিন

এসবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি