ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

প্রকাশ পেল ‘পাপ-পুণ্য’র প্রথম গান (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০৩, ২০ এপ্রিল ২০২২

ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ও গুণী নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের সিনেমা ‘পাপ-পুণ্য’র প্রথম গান প্রকাশ পেয়েছে।

‘চোখ গেল পাখি’ শিরোনামের এ গানটিতে কণ্ঠ দিয়েছেন বগা তালেব। লিখেছেন ও সুর করেছেন বিজয় সরকার এবং সংগীতায়োজন করেন ইমন চৌধুরী।

গিয়াস উদ্দিন সেলিমের পরিচালনায় ‘পাপ পুণ্য’ সিনেমার এ গানের সুর-সংগীতে শীতল এক অনুভূতি ফুটে উঠেছে। প্রিয়জন দূরে সরে যাওয়ার হাহাকার স্পর্শ করে গেছে দর্শক-শ্রোতাদের।

সিনেমা সংশ্লিষ্টরা বলছেন, গানটি সিনেমার গুরুত্বপূর্ণ অংশ বহন করবে। যেটি পুরো সিনেমা দেখলে বোঝা যাবে। সিনেমাটি মুক্তি পাবে আগামী ২০ মে।

শুধু দেশে নয়, স্বপ্ন স্কেয়ারক্রোর পরিবেশনায় উ.আমেরিকার শতাধিক মাল্টিপ্লেক্সেও প্রদর্শিত হওয়ার কথা রয়েছে ‘পাপ পুণ্য’র।

সিনেমাটিতে সিয়াম আহমেদ, শাহনাজ সুমি, আফসানা মিমি ও চঞ্চল চৌধুরী ছাড়াও অন্যান্য চরিত্রে আরও অভিনয় করেন মামুনুর রশিদ, ফজলুর রহমান বাবু, গাউসুল আলম শাওন, ফারজানা চুমকি, মনির খান শিমুল প্রমুখ।

মনপুরা’, ‘স্বপ্নজাল’, গুণিনের পর ‘পাপ পূণ্য’ গিয়াস উদ্দিন সেলিমের চতুর্থ চলচ্চিত্র। 

পরিচালক বলেন, “চলচ্চিত্রের এই দুর্দিনে এমন সিনেমা দরকার যা ‘পাপ-পুণ্য’র মতো। আগের সিনেমাগুলোর চেয়ে এটি সম্পূর্ণ আলাদা ফরম্যাটে বানানো।”
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি