ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রাজু হিরানির সিনেমায় শাহরুখ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:২৮, ২০ এপ্রিল ২০২২ | আপডেট: ১১:৩৩, ২০ এপ্রিল ২০২২

Ekushey Television Ltd.

ফিরেছেন শাহরুখ। ‘পাঠান’ সিনেমার পর এবার ঘোষণা দিলেন নতুন সিনেমার। তাও আবার সাধারণ কোন পরিচালকের নয়, রাজু হিরানির সিনেমায় ডাক পেয়েছেন কিং খান।

রাজকুমার হিরানির পরিচালনায়, আসন্ন সিনেমার নাম ‘ডানকি’। আর সেখানেই দেখা মিলবে বলিউড বাদশা শাহরুখ খানের। মঙ্গলবার দুপুরে টুইট করে নতুন সিনেমার ঘোষণা দিয়েছেন বলিউড বাদশা।

বলিউডে আগে থেকেই জোর গুঞ্জন ছিল। রাজকুমার হিরানির পরিচালনায় পরবর্তী প্রোজেক্টে কাজ করতে পারেন শাহরুখ খান। অবশেষে সবকিছু পরিষ্কার হল শাহরুখের ঘোষণার মধ্য দিয়ে। 

টুইট করে শাহরুখ জানিয়েছেন, “প্রিয় রাজকুমার হিরানি স্যার, আপনি তো আমার স্যান্টা ক্লজ বেরোলেন। আপনি শুরু করুন, আমি সময় মতো পৌঁছে যাব। আসলে আমি তো সেটেই থেকে যাব। অবশেষে আপনার সঙ্গে কাজ করতে পেরে কৃতজ্ঞ এবং উত্তেজিত। ২০২৩ সালের ২২ ডিসেম্বর সিনেমাহলে আপনাদের সকলের জন্য আসছে ‘ডানকি’।”

জানা যায়, রাজু হিরানির নতুন এই সিনেমায় কমেডি, ইমোশান এবং রোম্যান্সে ভরপুর। এই সিনেমাতে দেখা যাবে তাপসী পান্নুকেও।

প্রসঙ্গত, রাজু হিরানির পরিচালনার ঝুড়িতে রয়েছে বলিউড সেরা বেশ কয়েকটি সিনেমা। যেমন আমিরের পিকে, রণবীরের সঞ্জু, আমিরের থ্রি ইডিয়টস ইত্যাদি।
সূত্র: হিন্দুস্থান টাইমস
আরএমএ/ এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি