ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

‘দাদাগিরি’র মঞ্চে যশ-নুসরাত, প্রোমোতেই বাজিমাত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫১, ২০ এপ্রিল ২০২২ | আপডেট: ১২:৫৬, ২০ এপ্রিল ২০২২

Ekushey Television Ltd.

এবারই প্রথম নয়, এর আগেও দাদাগিরির স্ক্রীনে দেখা মিলেছে যশ-নুসরাতের। তবে তখন তারা ছিলেন ভালো সহকর্মী। এবার একই মঞ্চে রিয়েল লাইফ কাপল হিসাবে হাজির হচ্ছেন তারা।

সম্প্রতি একই মঞ্চে দুই তারকার রসায়নের একটি প্রোমো শেয়ার করেছে জি বাংলা। আর তাতেই শুরু চর্চা। 

‘দাদাগিরি’র আসন্ন পর্বের এই প্রোমো এখন ভাইরাল। মজার বিষয় হচ্ছে- সেখানে আলোচনায় উঠে এসেছে নুসরাতের প্রাক্তন নিখিলের কথা। কারণ এর আগে দাদাগিরির মঞ্চে কাপল হয়ে এসেছিলেন নুসরাত-নিখিল।

এই প্রোমোতে এক নেটিজেন কমেন্ট করেন, ‘না জানি পরের বার আবার কাকে দেখতে পাবো!’ 

অন্য একজন লেখেন, ‘প্রত্যেক বছর নতুন একেকটা জামাই নিয়ে এসো নুসরত।’

আবার প্রোমোতে যশ-নুসরাতের রসায়নের যে ঝলক উঠে এসেছে তা দেখে অনেক অনুরাগীরা মুগ্ধ হয়েছেন। 

প্রোমোতে দেখা গেছে, সৌরভ এই জুটিকে প্রশ্ন করেন, ‘কে বেশি অন্যের খেয়াল রাখে?’ 

প্রশ্ন শেষ হওয়ার আগেই আঙুল দিয়ে পরস্পরের দিকে ইশারা করেন যশ-নুসরাত। ওমনি সৌরভ বলে বসেন, ‘এটা দারুণ উত্তর’। সেই সঙ্গে দাদার সংযোজন ‘অপরের সুখবরে এরা মেড অফ ইচ আদার’।

জানা যায়, আগামী রবিবার সম্প্রচারিত হবে এই পর্ব। ‘যশরত’ জুটি ছাড়াও দাদাগিরির এই সেলেব কাপল স্পেশ্যাল এপিসোডে উপস্থিত হবেন বালিগঞ্জের সদ্য নির্বাচিত সাংসদ বাবুল সুপ্রিয় ও তার স্ত্রী রচনা এবং জয় সরকার ও লোপামুদ্রা মিত্র। 
সূত্র: হিন্দুস্থান টাইমস
আরএমএ/ এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি