ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কোটি টাকার অফারেও ঝুঁকলেন না আল্লু অর্জুন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫১, ২০ এপ্রিল ২০২২

Ekushey Television Ltd.

তামাকজাত পণ্যের বিজ্ঞাপনের লোভনীর প্রস্তাব ফিরিয়ে দিলেন দক্ষিণী তারকা আল্লু অর্জুন। সূত্রের খবর মানলে, ছোট্ট একটি বিজ্ঞাপনের জন্য তেলুগু সুপারস্টারকে কয়েক কোটি টাকার অফার দেওয়া হয়েছিল। তা হেলায় ফিরিয়ে দেন তিনি। 

২০২১ সালের ডিসেম্বর মাসে সারা ভারতে মুক্তি পায় ‘পুষ্পা: দ্য রাইজ’। ছবির গান, সংলাপ এখনও দর্শকদের মুখে মুখে ফেরে।

দক্ষিণী সিনেমার ঢেউ সারা ভারতবর্ষেই আছড়ে পড়েছে। পুষ্পা রাজ হিসেবে তুমুল জনপ্রিয়তা পেয়েছেন আল্লু অর্জুন।

আড়াইশো কোটি টাকা বাজেটে তৈরি হয়েছিল ‘পুষ্পা: দ্য রাইজ’। সাড়ে তিনশো কোটির বেশি ব্যবসা করেছে।

ছবির দ্বিতীয় পর্বের জন্য অধীর আগ্রহে প্রতীক্ষা করে রয়েছেন দর্শকরা। কিছুদিন আগেই সার্বিয়া থেকে চল্লিশতম জন্মদিন কাটিয়ে ফিরেছেন আল্লু অর্জুন। শোনা যাচ্ছে, সেখানে যাওয়ার আগেই তামাকজাত পণ্যের এই বিজ্ঞাপনের অফার পান দক্ষিণী তারকা। এক মুহূর্তও না ভেবে না করে দেন তিনি। 

অভিনেতার ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, অর্জুন নিজে ধূমপান করেন না। তামাকজাত কোনও দ্রব্যের প্রতি তার আসক্তি নেই। দক্ষিণী তারকা একেবারেই চান না, তার কোনও কাজের মাধ্যমে অনুরাগীদের কাছে ভুল বার্তা পৌঁছাক।

সেই কারণেই কোটি টাকার প্রস্তাব ফিরিয়ে দেন। উল্লেখ্য, ২০২৩ সালে ‘পুষ্পা: দ্য রুল’ সিনেমার মুক্তি পাওয়ার কথা। আপাতত তার প্রস্তুতিতেই ব্যস্ত তারকা।

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি