ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

ছেলের মা হলেন কাজল আগারওয়াল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০২, ২০ এপ্রিল ২০২২ | আপডেট: ১৯:৩০, ২০ এপ্রিল ২০২২

দক্ষিণী নায়িকা কাজল আগারওয়ালের ভক্তদের জন্য সুসংবাদ। মঙ্গলবার পুত্রসন্তানের মা হয়েছেন জনপ্রিয় এই নায়িকা। স্বামী গৌতম কিচলু এবং কাজলের কোল আলো করে এসেছে পরিবারের নতুন এই সদস্য। মা এবং সদ্যোজাত দুজনেই ভালো আছেন।

ভারতীয় গণমাধ্যমকে খবরটি দিয়েছেন কাজলের বোন নিশা আগারওয়াল। 

তিনি বলেন, ‘‘মঙ্গলবার সকালে কাজল এক পুত্রসন্তানের জন্ম দিয়েছেন। মা ও ছেলে দুজনেই সুস্থ আছেন।’’

শুধু তাই নয়, নিশা ইনস্টাগ্রামে কাজলের ভক্তদেরও কিছু আঁচ দিয়েছিলেন। লিখেছিলেন, ‘‘দারুণ একটা সুন্দর দিন। তোমাদের সবার সঙ্গে বিশেষ একটা খবর শেয়ার করার তর সইছে না। অবশেষে এল সেই সুখবর।’’ 

চলতি বছরের জানুয়ারি মাসে অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানিয়েছিলেন কাজল। নিজের মাতৃত্বের দিনগুলো ভক্তদের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করতেন। পোস্ট করতেন নানা রকম ছবি।

সম্প্রতি স্বামীকে একটি ধন্যবাদপত্র লিখেছেন কাজল। অন্তঃসত্ত্বা অবস্থায় গৌতম কিসলু যেভাবে স্ত্রীর দেখভাল করেছেন, তা নিয়ে ভীষণ খুশি এই অভিনেত্রী। 

কাজল লিখেছিলেন, ‘‘প্রিয় স্বামী, অনেক ধন্যবাদ সেরা স্বামী এবং হবু বাবা হওয়ার জন্য। প্রতিটি মেয়েই এরকম স্বামী চায়। অনেক ধন্যবাদ, নিজের কথা না ভেবে আমার জন্য এত কিছু করার জন্য। তুমি জানো, আমার মর্নিং সিকনেস আছে। তাই প্রতি রাতে আমি হাঁটতে বের হই। নিজের কথা না ভেবে আমাকে এভাবে সঙ্গ দেওয়ার জন্য ধন্যবাদ। সব সময় আমার খেয়াল রেখেছ। আমি ঠিকমতো খাবার খেয়েছি কি না, পানি খেয়েছি কি না, বিশ্রাম নিয়েছি কি না। আমাদের সন্তান আসার আগে কত যত্ন নিচ্ছ আমার। আমি জানাতে চাই তুমি কত অসাধারণ মানুষ আর কত অসাধারণ বাবা হতে যাচ্ছ।’’

শিঘ্রই কাজলকে দেখা যাবে চিরঞ্জীবী ও রামচরণ অভিনীত আচার্য সিনেমাতে। ২৯ এপ্রিল মুক্তি পাবে সিনেমাটি। সন্তানের মা-বাবা হওয়ায় সুহৃদ ও সহশিল্পীরা শুভেচ্ছায় ভাসিয়ে দিচ্ছেন কাজল-গৌতমকে। ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর বিয়ে করেছিলেন তারা।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
এমএম/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি