ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

কলকাতার ঋষির বিপরীতে পড়শী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫৫, ২১ এপ্রিল ২০২২

Ekushey Television Ltd.

ছোট থাকতেই কণ্ঠ দিয়ে জয় করেছেন শ্রোতাদের মন। বড় হয়ে গানের পাশাপাশি চমক দেখাচ্ছেন অভিনয়ে। নাম তার পড়শী। এবার এই সঙ্গীত তারকা অভিনয় করলেন কলকাতার জনপ্রিয় অভিনেতা ঋষি কৌশিকের বিপরীতে।

যদিও এর আগে সিনেমায় দেখা গেছে পড়শীকে। সুপারস্টার শাকিব খানের সঙ্গে ‘মেন্টাল’ সিনেমায় অভিনয় করেছিলেন তিনি। তবে এবার পড়শী নাম লেখালেন নাটকের জগতে।

জানা যায়, পড়শী অভিনয় করেছেন ‘মারিয়া ওয়ান পিস’ শিরোনামের এটি নাটকে। এটি রচনা ও পরিচালনা করেছেন আজিন আহমেদ বাবু।

এই বিষয়ে পড়শী বলেন, “এর আগেও অভিনয় করেছি। তবে এবারই প্রথম নাটকের প্রধান নারী চরিত্রে অভিনয় করলাম। তাও ওপার বাংলার জনপ্রিয় অভিনেতার বিপরীতে। আশা করছি, দর্শকরা আমাকে আপন করেই নেবেন।”

এদিকে নাটকের পরিচালক প্রথমদিকে চিন্তিত থাকলেও পরে মুগ্ধ হয়েছেন পড়শী’র অভিনয়ে।

এ নাটকে পড়শী ও ঋষি কৌশিক ছাড়াও আরও অভিনয় করেছেন কাজী উজ্জ্বল, মম শিউলি, সামিয়া নাহি, তানহা তাবাসউম প্রিয়াঙ্কা ও মধু তালুকদার।
আরএমএ/ এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি