ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

দক্ষিণী ফর্মুলায় সিনেমা বানাবেন সঞ্জয় দত্ত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১২, ২১ এপ্রিল ২০২২

Ekushey Television Ltd.

বেশ কিছুদিন ধরে দেখা যাচ্ছে বলিউড তেমন সুপারহিট সিনেমা দিতে পারছে না। অন্যদিকে একের পর এক সুপারহিট সিনেমা দিয়ে চলেছে দক্ষিণী সিনেমাগুলো। গত কয়েক বছর ধরে ‘বাহুবলী’, ‘পুষ্পা’, ‘কেজিএফ’ সিনেমাগুলো যেভাবে বক্স অফিসে ঝড় তুলছে, তাতে বোঝাই যাচ্ছে খুব শীঘ্রই গোটা দেশে দক্ষিণী সিনেমাই রাজত্ব করবে। 

ভারতের ফিল্ম সমালোচকরা এমনটাই মনে করছেন বলে জানা গেছে। তবে শুধু সমালোচকরাই নয়। এরকমটাই মনে করছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা সঞ্জয় দত্ত। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে সঞ্জয় দত্ত জানিয়েছেন, ‘‘দক্ষিণী ছবি থেকে সুপারহিট ফমুর্লা জেনে ফেলেছি। এবার আমি একটা সিনেমা বানাব!’’

চলমান ‘কেজিএফ ২’ সিনেমা বক্স অফিসে দারুণ সফল। গোটা দেশেই এই সিনেমা ঝড় তুলেছে। কেজিএফ ২-তে প্রশংসিত হয়েছে সঞ্জয় দত্তর অভিনয়ও। 

আর ঠিক এরপরই এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সঞ্জয় বলেন, “সিনেমা হিট করানোর একটা ফমুর্লা রয়েছে। দক্ষিণী সিনেমা থেকে সেটা শেখা দরকার। কেজিএফ সিনেমা করার সময় সেই ফমুর্লা আমি শিখে ফেলেছি। এবার আমি একটা সিনেমা বানাব।” 

আর এর মধ্য দিয়েই সিনেমা পরিচালনা করার ইচ্ছে প্রকাশ করেছেন সঞ্জয় দত্ত।

তার কথায়, আগামী তিন বছরের মধ্যে একটা সিনেমা তৈরি করব। মোটামুটি এটাই প্ল্যান রয়েছে। কেজিএফ ২ সিনেমাতে অভিনয় করার সময় অনেক কিছু শিখে ফেলেছি। সেগুলোই কাজে লাগাব আমার করা সিনেমাতে। 
তবে আপাতত, হাতের কাজগুলোই শেষ করতে চাই। শরীরের দিকেও তো নজর দিতে হবে!

সূত্রঃ সংবাদ প্রতিদিন
আরএমএ/এমএম


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি