ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

ইউক্রেন নিয়ে বলিউডের নতুন সিনেমা ‘লাভ ইন ইউক্রেন’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৫২, ২২ এপ্রিল ২০২২ | আপডেট: ২২:০৪, ২২ এপ্রিল ২০২২

বোমার আঘাতে ক্ষত বিক্ষত ইউক্রেন। আর এই যুদ্ধের আবহেই যদি সেই মাটিতে প্রেমের জন্ম হয়! হ্যাঁ, এরকমই এক গল্প নিয়ে বলিউডে তৈরি হয়েছে নতুন ছবি ‘লাভ ইন ইউক্রেন’।

সম্প্রতি প্রকাশ পেয়েছে এই ছবির প্রথম পোস্টার। ছবিটি পরিচালনা করেছেন নীতিন কুমার গুপ্ত। আর এই ছবি থেকেই বলিউড পাচ্ছে নতুন নায়ক বিপিন কৌশিককে। এই ছবিতে অভিনয় করেছেন রাশিয়ান অভিনেত্রী লিজাবেতা।

ছবির গল্পে উঠে আসবে এক ভারতীয় ছাত্র ও এক রাশিয়ান মেয়ের প্রেমের গল্প। ছবির প্রযোজক জানিয়েছেন, ‘বহুদিন পর বলিউডে এমন একটা প্রেমের গল্প দেখা যাবে।’ 

ছবির পরিচালকের কথায়, ‘যুদ্ধের ফলে ইউক্রেনের এখন ভয়াবহ চেহারা। তবে এই ছবিতে ইউক্রেনের প্রাকৃতিক সৌন্দর্য ও সংস্কৃতিকেই তুলে ধরা হয়েছে।’

ছবির টিমের পরিকল্পনা অনুযায়ী, এই ছবি ইউক্রেনেও মুক্তি পাবে। আর ছবি দেখান হবে একেবারে বিনাপয়সায়। প্রযোজকের কথায়, যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনে ভালবাসা ফিরিয়ে আনবে এই ছবি। ছবিটি মুক্তি পাবে ২৭ মে। 

এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি