ঢাকা, রবিবার   ০৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

প্রবীণ অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায় হাসপাতালে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১৩, ২৩ এপ্রিল ২০২২

Ekushey Television Ltd.

ভারতীয় বাংলা সিনেমার প্রবীণ অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায়কে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, পরাণ বন্দ্যোপাধ্যায় চোখের রেটিনার সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। 

শুক্রবার (২২ এপ্রিল) তার চোখে অস্ত্রোপচার হয়েছে। আপাতত তিনি বিশ্রামে আছেন।

এদিকে, প্রীতম সরকারের নতুন সিনেমা ‘সৎ ভূত অদ্ভুত’-এ অভিনয় করবেন পরাণ বন্দ্যোপাধ্যায়। শুক্রবার (২২ এপ্রিল) সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষাণা হয়েছে। এ উপলক্ষে কলকাতার একটি রেস্তারাঁয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে পরাণ বন্দ্যোপাধ্যায়ের উপস্থিত থাকার কথা থাকলেও অসুস্থতার কারণে তিনি উপস্থিত থাকতে পারেননি।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি