ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

ঠোঁট নিয়ে কটাক্ষের শিকার নুসরাত!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩৫, ২৫ এপ্রিল ২০২২

রুপে ও গুণে অনন্য টালিউড অভিনেত্রী নুসরাত জানান। অভিনয় গুণেও নিজেকে উচ্চতার শীর্ষে নিয়েছেন তিনি। তবে ‘বড় ঠোঁট’ হওয়ায় ট্রোলিং-এর কবলে পড়েছেন সোশ্যাল মিডিয়ায়। আর এবার তা নিয়ে নিজেই মুখ খুললেন এক রেডিও শো’তে।

সম্প্রতি ‘ইশক উইথ নুসরত’ নামক একটি রেডিও শো’তে উপস্থিত হয়েছিলেন নুসরাত। আর তার একটি রিল ভিডিও শেয়ার করেছেন তিনি ইনস্টায় ফিল্টার ব্যবহার করে। আর সেখানেই আলোচনার বিযয় হয়ে দাঁড়াল অভিনেত্রীর ঠোঁটদুটো। 

আসলে রিল ভিডিও-তে নুসরাত ঠোঁট স্বাভাবিকের চেয়ে বেশ মোটা দেখাচ্ছিল। লিপ জব করালেই সাধারণত তেমনটা হয়ে থাকে। 

আর সেই পোস্টেই একজন কমেন্ট করেছেন, ‘এটা ঠোঁট না বাপ রে বাপ’, ‘ঠোঁট দেখেই আর তাকাতে ইচ্ছে করল না।’ 

অন্যদিকে একজন বেলুনের সঙ্গে তুলনা করে লিখেছেন, ‘এ আপনার ঠোঁট না বেলুন?’

‘ইশক উইথ নুসরত’ শো-র একটি এপিসোডে অভিনেত্রীকে বলতে শোনা গিয়েছে এই বিষয় নিয়ে। 

তিনি বলেন, “মা হওয়ার সময় একটি মেয়ের শরীর নানা পরিবর্তনের মধ্যে দিয়ে যায়। তার ক্ষেত্রেও তেমনটা হয়েছে। সেই সময়তেই তার ঠোঁট একটু মোটা হয়ে গিয়েছিল, যা নিয়ে অনেকেই সন্দেহ প্রকাশ করেছিল যে তিনি লিপ সার্জারি করিয়েছেন।”

প্রসঙ্গত, ২৬ অগাস্ট পুত্র সন্তানের জন্ম দেন নুসরত। নাম রাখেন ‘ঈশান’। 
সূত্র: হিন্দুস্থান টাইমস
আরএমএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি