ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

কী নিয়ে ঠাণ্ডা লড়াই সালমান-অরিজিতের?

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫৬, ২৬ এপ্রিল ২০২২

অনেক প্রতিভাবান মানুষই একটি যুগের সঙ্গে নিজের নামে জুড়ে দিয়েছেন। গায়ক অরিজিৎ সিংও তাদের মতই একজন। বলাই যায় হিন্দি ও বাংলা গানের এই যুগকে নেতৃত্ব দিচ্ছেন তিনি। অসাধারণ মায়া ভরা কণ্ঠে মুগ্ধ করে রেখেছেন অসংখ্য অনুরাগীদের। ঝুলিতে রয়েছে অনেক পুরস্কারও।

এত বড় মানের একজন মানুষের নামের সঙ্গে বির্তক জড়াবে না, তাকি হয়! যার তার সঙ্গে নয় স্বংয় সালমান খানের সঙ্গেই বির্তকে জড়িয়েছেন তিনি। 

এক অ্যাওয়ার্ড শো-তে পুরস্কার নেওয়ার সময় সালমানের সঙ্গে বিতর্কে জড়িয়েছিলেন তিনি।

২০১৪ সালে হয়েছিল এই বিতর্ক। ‘আশিকি ২’-র ‘তুম হি হো’র জন্য পুরস্কার নিতে মঞ্চে উঠেছিলেন অরিজিৎ সিং। শো সঞ্চালনা করছিলেন সালমান খান আর রীতেশ দেশমুখ। তখন অরিজিৎ স্টেজে পৌঁছাতেই সালমান বলেন, ‘‘নিজের গান শুনে নিজেই ঘুমিয়ে পড়েছে অরিজিৎ।’’

আর এতেই সালমানের মুখের উপর কড়া কথা বলে বসেন এই গায়ক।

অরিজিৎ বলেন, ‘‘আমি নিজের গান শুনে নয়, বরং সালমানের হোস্টিংয়ে ঘুমিয়ে গিয়েছিলাম।’’
 
আর যা ভালো লাগেনি সালমান খানের। এরপর সালমান নিজের সিনেমা ‘সুলতান’ থেকে অরিজিৎ সিংয়ের গান সরিয়ে দেন।
 
যদিও এরপর সোশ্যাল মিডিয়ায় খোলা চিঠি লেখেন অরিজিৎ সিং। যাতে লেখা ছিল, তিনি সালমানের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চালিয়েও ব্যর্থ হয়েছেন।
 
অরিজিৎ ক্ষমা চেয়ে লিখেছিলেন যে, তিনি অ্যাওয়ার্ড শো-তে তাকে অপমান করেননি।

সূত্রঃ হিন্দুস্তান টাইমস
আরএমএ/এমএম


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি