ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

বাবা হলেন নায়ক সিয়াম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০২, ২৬ এপ্রিল ২০২২

বাবা হয়েছেন চিত্রনায়ক সিয়াম আহমেদ। মঙ্গলবার দুপুরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার স্ত্রী শাম্মা রুশাফি অবন্তী পুত্রসন্তানের জন্ম দিয়েছেন।

সিয়াম বলেন, মা ও ছেলে দু’জনই ভালো আছেন। সন্তানের নাম এখনো ঠিক করা হয়নি। তবে দু’একদিনের মধ্যেই বাসায় ফিরবেন বলে জানান সিয়াম।

প্রায় ১০ বছর প্রেম করে ২০১৮ সালের ১৬ ডিসেম্বর দুই পরিবারের সম্মতিতে জমকালো আয়োজনে বিয়ে করেন সিয়াম ও অবন্তী। গত বছরের ডিসেম্বরে বেবিবাম্পের ছবি প্রকাশ করে সন্তানের আগমনের সুসংবাদটি তিনি দেন। অতঃপর তাদের ঘরে এলো নতুন অতিথি।

‘পোড়ামন ২’ সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে সিয়ামের। এবার আসন্ন ঈদে মুক্তি পাচ্ছে তার অভিনীত ‘শান’ সিনেমা।

এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি