ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

ঈদে আবিদা সুলতানার নতুন গান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২০, ২৬ এপ্রিল ২০২২

Ekushey Television Ltd.

ঈদে নতুন দুইটি গান নিয়ে আসছেন হিজাব কুইন খ্যাত আবিদা সুলতানা হীরা। 

একটি গান চট্রগ্রামের আঞ্চলিক গান। যার শিরোনাম ‘মা-বাপেরে লাগাই দিবো মাইসে দেখিলে’। গানটির কথা ও সুর সংগৃহীত, কন্ঠ দিয়েছেন আবিদা হিরা। গানটি মঙ্গলবার (২৬ এপ্রিল) ভিডিও আকারে রিলিজ হবে আবিদা সুলতানা হীরার ইউটিউব চ্যানেল ও তার ফেসবুক পেইজ থেকে।

অন্যটি ম্যাশ আপ যেটিতে আবিদা সুলতানা হীরা ও জুয়েল মাহমুদ কন্ঠ দিয়েছেন। দুটো গানেরই সংগীত আয়োজন করেছেন জুয়েল মাহমুদ। ম্যাশআপ গানটি এবং আঞ্চলিক গানের উপরে করা মিউজিক ভিডিও ঈদের সময় উন্মুক্ত করা হবে। এটিও আবিদা সুলতানা হিরার ইউটিউব এবং ফেসবুক পেইজ প্রকাশ পাবে।

আঞ্চলিক গানটির মিউজিক ভিডিওতে মডেল হিসেবে আছেন-সোশ্যাল মিডিয়ায় সাড়া জাগানো ইনফ্লুয়েন্সার ও ডিজিটাল ভিডিও ক্রিয়েটর ‘জিয়া-আরিফ’। 

আবিদা বলেন, ঈদে আমার দুটি গান প্রকাশ হচ্ছে। খুব দারুণ ভাবে গানের কথাগুলোকে সাজানো। আর জুয়েল মাহমুদ সেটিকে সুরারোপ করে প্রাণ দিয়েছেন। আমার বিশ্বাস শ্রোতারা গানটি খুবই পছন্দ করবেন। আশা করছি গান দুটি শ্রোতাদের ভালো লাগবে।

এসি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি