ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ভয়ে মাঝপথে অনুষ্ঠান ত্যাগ, আইনি জটিলতায় আমিশা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৬, ২৭ এপ্রিল ২০২২

Ekushey Television Ltd.

বলিউডের এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী আমিশা প্যাটেল। সম্প্রতি তিনি জড়িয়েছেন আইনি সমস্যায়। মধ্যপ্রদেশের খান্ডোয়ায় অনুষ্ঠান করতে গিয়ে বিতর্কে সম্মুখীন হন এই অভিনেত্রী। আর সেই সূত্র ধরেই আইনি জটিলতায় পড়েন তিনি।

ভারতের গণমাধ্যম সূত্রে জানা যায়, এক স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে অভিনেত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে থানায়। এই অভিনেত্রীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলেছেন উদ্যোক্তারা। খান্ডোয়ায় সেই অনুষ্ঠানের পরই একটি টুইট করেছিলেন অভিনেত্রী। সেখান থেকেই বিতর্কের সূত্রপাত।

টুইটে আমিশা লিখেছিলেন, ‘২৩ এপ্রিল খান্ডোয়ায় নবচণ্ডী মহোৎসবে এসেছিলাম। উৎসবের পরিচালনা এতটাই খারাপ ছিল যে ভিড়ের চাপে আমার প্রাণ যেতে পারত। ধন্যবাদ স্থানীয় পুলিশকে তারা আমায় রক্ষা করেছেন।’

সেই পোস্ট দেখে রীতিমত উদ্বেগ প্রকাশ করেছিলেন অভিনেত্রীর অনুরাগীরা। এরপরই বিতর্ক গড়ায় বহুদূর।

অনুষ্ঠানের উদ্যোক্তারা আইনি পথে হেঁটে মঙ্গলবার থানায় পালটা অভিযোগে জানিয়েছেন, মধ্যপ্রদেশের খান্ডোয়াতে একটি অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য চার লাখ টাকা নিয়েছিলেন আমিশা। চুক্তি অনুযায়ী, তাকে ওই অনুষ্ঠানে এক ঘণ্টা থাকতে হবে। পারফর্মও করার কথা ছিল। কিন্তু এক ঘণ্টার জায়গায় মাত্র তিন মিনিট মঞ্চে ছিলেন অভিনেত্রী। এতেই উদ্যোক্তারা রেগে আগুন। অবশেষে থানায় অভিযোগ জানিয়েছেন তারা।

মধ্যপ্রদেশের মোঘাট থানার পুলিশ কর্মকর্তা ঈশ্বর সিং চৌহান জানিয়েছেন, এ দিন রাত সাড়ে নয়টা নাগাদ অনুষ্ঠানে গিয়ে হাজির হয়েছিলেন আমিশা প্যাটেল। মঞ্চের বাইরে অসংখ্য মানুষের ভিড় ছিলো। অনুরাগীরা অভিনেত্রীর এক ঝলক দেখার জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করছিলেন। 

যদিও অভিনেত্রী অনুষ্ঠানে মাত্র তিন মিনিট উপস্থিত থাকার পরই বেরিয়ে চলে যান। সেই মুহূর্তে ইন্দোর ছেড়ে বহুদূরে চলে যান নায়িকা। 

পাশাপাশি পুলিশ কর্মকর্তা বলেন, “সেখানে মানুষের ভিড় অবশ্যই ছিল, তবে অনুষ্ঠান স্থলে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। অন্য কোনো ধরনের আশঙ্কার বিষয়ে কোনো তথ্য ছিল না।”
সূত্র: হিন্দুস্থান টাইমস
আরএমএ/ এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি