ঈদে একুশের বিচিত্র আয়োজন (ভিডিও)
প্রকাশিত : ১২:৪৩, ২৭ এপ্রিল ২০২২
এবারের ঈদে বিচিত্র অনুষ্ঠানমালায় সাজবে একুশের পর্দা। ৭ দিনের আনুষ্ঠানিকতায় থাকবে ২২টি নাটক ও ৭ পর্বের ৪টি ধারাবাহিক। সমসাময়িক গল্প, প্রেম-বিরহ, হাস্যরসে মাতবে একুশের দর্শক শ্রোতা।
ব্যস্ততার শেষ মুহূর্ত। নির্মাতা, শিল্পী ও কলাকুশলীদের যেনো ফুরসত নেই। চলছে জয় সরকারের রচনা ও পরিচালনায় ৭ পর্বের নাটক ‘হযবরল ব্যাচেলর’র নির্মাণ কাজ।
শিল্পীরা জানালেন, ভিন্নধর্মী গল্পের নাটক হবে এটি। অভিনয় করেছেন সাজু খাদেম, প্রাণ রায়, ফারজানা রিক্তাসহ অনেকেই।
শিল্পীরা জানালেন, “দর্শকদের কাছে একটাই অনুরোধ, বাংলা নাটক দেখুন, বাংলা সিনেমা দেখুন, বাংলা সংস্কৃতির সাথে থাকুন।”
সমসাময়িক ঘটনা ও সমাজের নানা অঙ্গতির চিত্র ফুটে উঠবে এই নাটকে।
পরিচালক জয় সরকার বলেন, “নাটকের মেসেজগুলো হচ্ছে যে, ব্যাচেলার থাকার পর যে সমস্যাগুলো হয় বা যেটা অনিচ্ছাকৃতভাবে হয়ে যায়।”
নির্মাতা হারুন রুশোর নাটকে অভিনয় করেছেন মুকিত, জাকারিয়া, জয়শ্রী কর, নওশাবাসহ অনেকে।
অভিনয় শিল্পীরা বলেন, “একেকটা পর্বে একেকটা গল্প, প্রতিটা পর্বেই কোন কোন মেসেজ আছে।”
নাটকটি দর্শকদের মন কাড়বে-আশা সংশ্লিষ্টদের।
পরিচালক হারুন রুশো বলেন, “মনে হয় না যে আমাদের দেশে এর আগে এরকম স্পর্শকাতর বিষয় নিয়ে নাটক হয়েছে।”
একুশের দর্শকদের জন্য নির্মাতারা ২২টি একক নাটক উপহার দিবেন। সজিব মাহমুদের ‘চাঁদরাতের শপিং’। অঞ্জন আইচের- রং করা মিথ্যা, পতঙ্গের গান, সমাপ্তি, বোতল বন্দী, বাবার মতো একজন। দিপু হাজরার নাটক লাভ জার্নি, তুলির আচড়ে নীল দর্শকদের মন জয় করবে বলেই মনে হচ্ছে।
থাকছে মাবরুর রশীদ বান্নার- দ্যা ডিজাইনার, আড্ডা, রেস্পেক্ট ইত্যাদি নাটক।
৭ দিনের এ আয়োজনে একুশের পর্দা মাতাবে প্রখ্যাত অভিনেতা আবুল হায়াৎ, আফজাল হোসেন, সাদিয়া ইসলাম মৌ, মীর সাব্বির, আ খ ম হাসান, জাকিয়া বারী মম, ইন্তেখাব দিনার, সজলসহ আরও অনেক নামজাদা অভিনয় শিল্পীরা।
এএইচ/