ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

১১ বছর পর সিনেমায় ফিরছেন অক্ষয় কুমার ঘরণি টুইঙ্কল! নায়ক কে?

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৯, ২৭ এপ্রিল ২০২২

Ekushey Television Ltd.

বলিউডের পর্দা থেকে একেবারে গায়েব টুইঙ্কল খান্না। ২০০১ সালে ‘লাভ কে লিয়ে কুছভি করেগা’ ছবিতেই শেষবার দেখা গিয়েছিল টুইঙ্কল খান্নাকে। তারপর হুট করে অক্ষয় কুমারকে বিয়ে করে ফেললেন টুইঙ্কল। সংসারে দিলেন মন। দুই সন্তানকে নিয়ে দিব্যি আছেন অক্ষয় ঘরণি টুইঙ্কল। ঠিক এই সময়টাই টুইঙ্কল হয়ে উঠলেন লেখিকা। একের পর এক লিখতে শুরু করলেন গল্প। তবে শুধু গল্পই নয়, এক সংবাদপত্রের জন্য নিয়মিত কলমও ধরেন টুইঙ্কল।

তবে নতুন খবর হল ১১ বছর পর ফের সিনেমার পর্দায় ফিরতে চলেছেন টুইঙ্কল খান্না। তার লেখা গল্পেই তৈরি এই ছবির চিত্রনাট্য।

খবর অনুযায়ী, টুইঙ্কল খান্নার লেখা ‘দ্য লেজেন্ড অফ লক্ষ্মীপ্রসাদ’-এর সালাম নানি আপা গল্পকে সিনেমার পর্দায় আনতে চলেছেন পরিচালক সোনাল ডাবরাল। এর আগে টুইঙ্কলের লেখা ছোটগল্প থেকেই তৈরি হয়েছিল অক্ষয় কুমার অভিনীত ছবি ‘প্যাডম্যান’।

তা কীরকম গল্প বলবে টুইঙ্কলের এই ছবি?

এই সিনেমার গল্পের মূলে ফুটে উঠবে জীবন দর্শন, প্রেম। তবে এই গল্পের মধ্যে রয়েছে রহস্য ও রোমাঞ্চও। শোনা গেছে, টুইঙ্কলের সঙ্গে এই ছবিতে দেখা যেতে পারে ডিম্পল কাপাডিয়াকে। তবে শুধু ডিম্পল নয়, শোনা যাচ্ছে টুইঙ্কলের সঙ্গে এই ছবিতে দেখা যেতে পারে অক্ষয় কুমারকেও।

সূত্র: সংবাদ প্রতিদিন

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি