ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

জেমসের নতুন গান আসছে চাঁদরাতে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২৫, ২৮ এপ্রিল ২০২২

দেশীয় ব্যান্ড সংগীতের জীবন্ত কিংবদন্তী ‘নগরবাউল’ জেমস। বাংলাদেশের ‘গুরু’ খ্যাত নন্দিত এই শিল্পী মন মাতিয়েছন বলিউডেরও। গত এক যুগে সিনেমার একাধিক গানে কণ্ঠ দিয়েছেন তিনি। ঘরে তুলেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও।

তবে গেলো প্রায় এক যুগ ধরে মৌলিক গান না থাকায় অনেকটা অপেক্ষায় ছিলেন ভক্তরা। সেই অপেক্ষার পালাই এবারে শেষ হতে চলেছে। 

এক যুগ পর নিজের মতো করে নতুন গান নিয়ে আসছেন জেমস। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বসুন্ধরা গুঁড়া মসলার ফেসবুক পেজে একটি পোস্টার প্রকাশের মধ্য দিয়ে এই ঘোষণা দেওয়া হয়েছে।

সেই পোস্টে লেখা হয়েছে, ‘বসুন্ধরা গুঁড়া মশলার নিবেদনে একযুগ পরে গুরু জেমস ফিরছেন নতুন গান নিয়ে চাঁদরাতে।’

সে পোস্ট থেকে জানা যায়, গানটি আসছে ইউটিউবে ‘বসুন্ধরা ডিজিটাল’ চ্যানেল থেকে। ঈদ উপলক্ষে জেমস ভক্তদের জন্য গানটি নিবেদন করছে ‘বসুন্ধরা গুঁড়া মসলা’।

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি