ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

রূপটানে বাবা আমিরের দক্ষতায় মুগ্ধ ইরা!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:০০, ২৮ এপ্রিল ২০২২

ছোটবেলায় অনেক বাবাই মেয়েদের চুল বেঁধে দেন। কেউ কেউ সাজিয়েও দেন নিশ্চয়ই। সে সব কেমন হয়, মেয়ের পছন্দ হয় কি না, সে সব না হয় পরের কথা!

কিন্তু যদি তরুণী কন্যার মেকআপ করে তাক লাগিয়ে দেন বাবা-ই? আর মেয়ে একবাক্যে স্বীকার করেন, বাবা তার চেয়েও ঢের ভাল সাজিয়ে দিয়েছেন?

ঠিক তেমনটাই ঘটল বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খানের সঙ্গে! রূপটানেও যেন তিনি কাজের মতোই নিখুঁত, সে সার্টিফিকেট দিলেন খোদ আমির-কন্যা ইরা খান।

ইনস্টাগ্রামে বাবার সঙ্গে ছবি দিয়েছেন ইরা। খোলামেলা টপ, রিপড জিন্স, হাইলাইট করা চুল, মানানসই রূপটানে মেয়ে একেবারে ঝলমলে! আর ক্যাপশনেই ফাঁস কার হাতের ছোঁয়ায় এত ঝকঝকে হয়ে ওঠা। 

ইরা লিখেছেন, ‘কে আমায় সাজিয়ে দিয়েছে বলুন তো? বাবা যখন এসে দাবি করে, আমি তোমার চেয়েও সুন্দর করে তোমার মেকআপ করে দেব, আর সত্যিই তা ঘটিয়ে ফেলে! কোথায় লাগে ইউটিউব টিউটোরিয়াল!’

‘মিস্টার পারফেকশনিস্ট’ বলে কথা! এমনটা তো হওয়ারই ছিল!

এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি