ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

আমির-ইমি জুটির ঈদের নাটক ‘মানিকের চাকরিজীবী বউ’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৩, ২৯ এপ্রিল ২০২২

বাজার থেকে শুরু করে ঘরের সব কাজ করতে হয় মানিককে। অন্যদিকে তার বউ আশা প্রায় প্রতিদিনই অফিস থেকে বাসায় ফিরে মানিকের সঙ্গে নানা ইস্যুতে ঝগড়া করেন। অনেক কষ্ট করেও বউয়ের মন জুগিয়ে চলতে পারে না মানিক। এরই মধ্যে পাশের বাসার ভাবীকে নিজের হাতের ইলিশ খাইয়ে মাইনকা চিপায় পড়ে মানিক। এমনই এক গল্পে নির্মিত হয়েছে ঈদের বিশেষ নাটক ‘মানিকের চাকরিজীবী বউ’।

আমির পারভেজ ও জাকিয়া ইমি অভিনিত ‘মানিকের চাকরিজীবী বউ’ নাটকটি পরিচালনার পাশাপাশি, গল্প ও চিত্রনাট্য লিখেছেন নিধান আহমেদ।

নাটকে মানিকের চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা আমির পারভেজ। মানিকের চাকরীজীবী বউ আশার চরিত্রে রয়েছেন অভিনয়শিল্পী জাকিয়া ইমি।

নাকটটিতে আরও অভিনয় করেছেন শামীম আহমেদ, এমএইচ সায়েম, সানজিদা সাঞ্জ ও তাসমিয়া লিমা।

এপি প্রোডাকশন বাংলাদেশের রোমান্টিক কমেডি ধাঁচের নাটকটি ঈদের ৩য় দিন ৫ মে অবমুক্ত করা হবে ড্রীম টাচ্ মিডিয়ার ইউটিউব চ্যানেলে।

নাটকটি নিয়ে অভিনেতা আমির পারভেজ বলেন, “কমেডি ধাঁচের চমৎকার একটি নাটক মানিকের চাকরিজীবী বউ। আশা করছি নাটকটি দর্শকদের বেশ বিনোদিত করবে। নাটকের মূল গল্প স্বামী-স্ত্রীর ঝগড়া হলেও সেখানে রয়েছে অন্যরকম বিস্ময়। আমার বিশ্বাস, দর্শকরা নাটকের শেষটা দেখলে চমকে যাবেন।”
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি