ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

‘দিদি নাম্বার ওয়ান’ জিতলেন বাংলাদেশের সিঁথি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪১, ২৯ এপ্রিল ২০২২ | আপডেট: ১৪:৪৫, ২৯ এপ্রিল ২০২২

ভারতের পশ্চিমবঙ্গের অনুষ্ঠান 'দিদি নাম্বার ওয়ান'-এর সিজন-৯ বিজয়ী হলেন ঢাকাই কণ্ঠশিল্পী সিঁথি সাহা। এই গেম শো উপস্থাপনা করছেন টালিউডের একসময়ের জনপ্রিয় নায়িকা রচনা ব্যানার্জি।

জানা যায়, সেলিব্রেটিদের নিয়ে বিশেষ পর্বে অংশ নিয়েছেন সিঁথি। খেলায় জিতে পেয়েছেন সোনার নেকলেসসহ অনেক পুরস্কার ও ক্রেস্ট।

সিঁথি বলেন, 'আমার ভীষণ পছন্দের অনুষ্ঠান এটি। কাকতালীয়ভাবে এতে অংশ নিলাম। গত ২১ এপ্রিল এর শুট হয়েছে। আরও বিস্ময়কর বিষয়, আমি বিজয়ী হয়েছি! এই আনন্দ ভাষায় প্রকাশ করা যাবে না।'

গতকাল বৃহস্পতিবার বিকেলে এটি জি বাংলায় প্রচার হয়েছে। এদিকে, সিঁথি সম্প্রতি গাইলেন টালিউডের গান। সিনেমার নাম 'বনবিবি'। নির্মাণ করছেন রাজদীপ ঘোষ।

শুধু টালিউড নয়, সিঁথি সাহার গান হচ্ছে বলিউডেও! প্রখ্যাত ভজন ও গজলশিল্পী অনুপ জালোটার সঙ্গে 'উনকে খ্যায়ালো মে' শিরোনামে একটি গজলে কণ্ঠ দিয়েছেন সিঁথি।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি