ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

সালমানের নতুন পছন্দ শেহনাজ?

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২৫, ২৯ এপ্রিল ২০২২

শেহনাজ গিল শেষমেশ সালমান খানের ছবি ‘কভি ইদ কভি দিওয়ালি’-তেই বলিউডে পা রাখছেন বলে খবর বেরিয়েছে। 

গুঞ্জন উঠেছে, সহ-প্রযোজক ‘ভাইজান’ নিজেই শেহনাজকে এই ছবিতে অভিনয়ের জন্য যোগাযোগ করেছিলেন। তাতে সম্মতিও দেন গানের তারকা। শোনা যাচ্ছে, আয়ুষ শর্মার বিপরীতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন শেহনাজ। ভক্তরাও তার বলিউডে অভিষেকের খবরে উচ্ছ্বসিত। তবে, এই ছবির জন্য শেহনাজকে কত পারিশ্রমিকের প্রস্তাব দিয়েছেন সলমন? কানাঘুষো রয়েছে সে নিয়েও।

‘সুলতান’ যে শেহনাজকে রীতিমতো পছন্দ করেন, তা নিয়ে সন্দেহের অবকাশ নেই। ‘বিগ বস ১৩’-য় প্রথম উপস্থিতিতেই সবার মন জিতেছিলেন গায়িকা-অভিনেত্রী। জীবনের বিভিন্ন ওঠাপড়ার মাঝেও তার অবিকৃত সারল্য এবং সততা সবচেয়ে বেশি মুগ্ধ করে বলে জানিয়েছিলেন সালমান। 

এর পর ‘ভাইজান’ যখন ছবিতে কাজের প্রস্তাব দেন শেহনাজকে, তিনি নাকি এ-ও বলেছিলেন, ‘পারিশ্রমিক তুমি নিজেই বলো। প্রযোজক বলবে না। তোমার যতটা ইচ্ছে, চেয়ে নাও।’

শুধু তাই নয়, অভিনেত্রীকে তার নিজের সময়সূচি অনুযায়ী শ্যুটিংয়ের তারিখ বাছাই করার স্বাধীনতাও দিয়েছেন সালমান। কারণ, এই মুহূর্তে একাধিক কাজে ব্যস্ত অভিনেত্রী। একটি পঞ্জাবি ছবির কাজ চলছে তার। তবে কি ‘ভাইজান’-এর এ বার মন গলেছে শেহনাজে? সেটাই আপাতত লাখ টাকার প্রশ্ন!

এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি