ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

এবার তেলুগু সিনেমায় যিশু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫৭, ৩০ এপ্রিল ২০২২ | আপডেট: ১২:৫৯, ৩০ এপ্রিল ২০২২

টালিউডের হ্যান্ডসাম বয় যিশু। নিজের সীমানা পেরিয়ে মাতাচ্ছেন বলিউড ও দক্ষিণী ইন্ডাষ্ট্রি। এরই মধ্যে দীপিকা পাডুকোন হতে কারিশমা কাপুরের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন এই অভিনেতা। এবার নতুন প্রোজেক্ট নিয়ে হাজির হলে তিনি।

দক্ষিণী সুপারস্টার চিরঞ্জীবীর সঙ্গে নতুন সিনেমাতে অভিনয় করেছেন যিশু। সিনেমার নাম ‘আচারিয়া’। 

গত শুক্রবার (২৯ এপ্রিল) মুক্তি পেয়েছে সিনেমাটি। করোনা মহামারীর আগেই শুরু হয়েছিল এই সিনেমার শ্যুটিং। কিন্তু করোনার কারণে তা আটকে গিয়েছিল। অবশেষে মুক্তি পেয়েছে সিনেমাটি।

‘আচারিয়া’তে চিরঞ্জীবী এবং যিশুর পাশাপাশি এক গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন চিরঞ্জীবীর ছেলে রামচরণও। আরও রয়েছেন অভিনেতা সোনু সুদ এবং অভিনেত্রী পূজা হেগড়ে।
শ্যুটিংয়ের সময়কার অনেকগুলো ছবি ভিডিওতে কোলাজ করে শেয়ার করেছেন যিশু।

জানা গেছে, শুধুমাত্র তেলুগু ভাষাতেই মুক্তি পেয়েছে ‘আচারিয়া’।
সুত্র: হিন্দুস্থান টাইমস
আরএমএ/ এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি