ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

সন্তানের ছবি পোস্ট করে কি বললেন সিয়াম?

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২০, ১ মে ২০২২

স্ত্রী-পুত্রসহ নায়ক সিয়াম আহমেদ

স্ত্রী-পুত্রসহ নায়ক সিয়াম আহমেদ

সম্প্রতি বাবা হয়েছেন সময়ের জনপ্রিয় চিত্রনায়ক সিয়াম আহমেদ। গত ২৬ এপ্রিল দুপুরে রাজধানীর একটি বেসকারি হাসপাতলে পুত্রসন্তানের জন্ম দেন তার স্ত্রী শাম্মা রুশাফি অবন্তী।

এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে সন্তানের পায়ের একটি ছবি পোস্ট করে অভিনেতা জানান, ‘আমি এই পৃথিবীতে তোর থেকে সুন্দর কিছু দেখিনি।’

পরে শনিবার মধ্যরাতে আবারও ফেসবুকে স্ত্রী ও সন্তানসহ একটি পোস্ট করেন নায়ক সিয়াম আহমেদ। ক্যাপশনে লেখেন, ‘মহান আল্লাহর অশেষ রহমতে, আমি ও আমার স্ত্রী শাম্মা রুশাফি অবন্তী আনন্দিত যে, আমরা একজন সুস্থ পুত্র সন্তান পেয়েছি। পৃথিবীতে নতুন এই শিশুর আগমনে আমরা দুজনই আনন্দিত। দয়া করে সবাই আমাদের জন্য দোয়া করবেন। সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ।’

সিয়ামের দেয়া এই পোস্টটিও মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। ইতোমধ্যেই এক লাখ ৪০ হাজারের বেশি মানুষ সেখানে রি-অ্যাক্ট করেছেন। এ ছাড়াও কমেন্ট বক্সে জমা পড়েছে ৪ হাজারের বেশি মন্তব্য। শেয়ার হয়েছে প্রায় ৯শ। 

সেখানে মন্তব্য করেছেন তারকা থেকে শুরু করে সাধারণ মানুষ। সবাই নবজাতকের সুস্বাস্থ্য ও নেকহায়াত কামনা করেছেন। পাশাপাশি নব্য পিতাকে পুনঃরায় অভিনন্দন জানাচ্ছেন।

তবে সিয়াম-অবন্তী দম্পতি এখনও নবজাতকের নাম জানাননি। এ প্রসঙ্গে সিয়াম বলেন, ‘এখন ছেলের নাম বলার অনুমতি আমার নেই। পরিবার থেকে অনুমতি মেলেনি। তবে আমি আপনাদের সবাইকে মিষ্টিমুখ করিয়ে সন্তানের নাম জানাব।’

এর আগে ২০১৮ সালের ডিসেম্বরে দীর্ঘদিনের প্রেমিকা শাম্মা রুশাফি অবন্তীকে বিয়ে করেন নায়ক সিয়াম আহমেদ। হঠাৎ করেই তাদের বিয়ের সানাই বেজে ওঠে। ঠিক তেমনি গত বছরের ডিসেম্বরে স্ত্রী অবন্তীর উদরে চুম্বনরত ছবি অন্তর্জালে প্রকাশ করে বাবা হতে যাওয়ার খবর জানান সিয়াম। আর এবার দিলেন পুত্র সন্তানসহ নিজেদের ছবি।

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি