ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

ঈদ রাঙিয়ে তুলতে স্বামী নিয়ে কক্সবাজারে পরী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫৯, ৩ মে ২০২২

বাংলাদেশে এ সময়ের আলোচিত নায়িকাদের অন্যতম পরীমনি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া তার পোস্ট বলছে এবার তিনি ঈদ করবেন সমুদ্রের তীরে। 

সোমবার (২ এপ্রিল) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তোলা কিছু ছবি ফেসবুকে প্রকাশ করেন এ নায়িকা। ক্যাপশনে লিখেছেন, ঈদের ছুটি।

সেই সূত্রে জানা যায়, এই ঈদে ঢাকায় থাকছেন না পরী। তার স্বামী, নানা ও এক আত্মীয়াকে নিয়ে পরী উড়াল দিয়েছেন কক্সবাজারে।

যদিও সোমবার স্বামীকে নিয়ে কোথায় যাচ্ছেন সেটা তিনি উল্লেখ করেননি। তবে তার হাতের বোর্ডিং পাসের লেখা দেখে বোঝা গেছে, তাদের গন্তব্য বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে।

সম্প্রতি মাতৃত্বকালটা চমৎকারভাবে উপভোগ করছেন পরীমণি। তার সামাজিক যোগাযোগমাধ্যমে ঢুঁ মারলে তেমনটা আন্দাজ করা যায়। বেশ হাসিখুশি সময় তিনি তার পরিবার নিয়ে কাটাচ্ছেন।

পরীমণি জীবনের প্রতিটি মুহূর্ত একটু বেশিই রঙিন করে তুলতে ভালোবাসেন। উৎসবে-আয়োজনে দুষ্টু-মিষ্টি কিংবা আবেগমাখা কর্মকাণ্ড ঘটিয়ে ভক্তদের নজর কেড়ে থাকেন তিনি।
আরএমএ/ এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি