ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

দুর্ঘটনায় রক্তাক্ত বলিউডের বাঙালি নায়িকা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:১৬, ৩ মে ২০২২ | আপডেট: ১৯:২০, ৩ মে ২০২২

Ekushey Television Ltd.

সড়কে গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছেন বলিউড নায়িকা তনুশ্রী দত্ত। সোমবার মহাকাল মন্দিরে যাওয়ার পথেই দুর্ঘটনার কবলে পড়েন অভিনেতা। কিছুদিন আগেই গাড়ি দুর্ঘটনায় আহত হয়েছিলেন মালাইকা আরোরা। ফের একই ঘটনার শিকার আরেক বলি অভিনেতা।

সোমবার সকালে মহাকাল দর্শনে যাচ্ছিলেন তনুশ্রী। তখনই রাস্তায় তার গাড়ির ব্রেক ফেল করে, তার জেরেই দুর্ঘটনা ঘটে। পায়ে গুরুতর চোট পান নায়িকা। রক্তাক্ত নায়িকাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। 

সেখানে তার পায়ে সেলাই দেয়া হয়। তনুশ্রী নিজেই সোশ্যাল মিডিয়ায় সে কথা লিখেছেন। পাশাপাশি এদিন মহাকাল দর্শনের বেশ কয়েকটি ছবিও পোস্ট করেছেন তিনি। 

মহাকাল মন্দিরে যাওয়ার সময়ই দুর্ঘটনার কবলে পড়েন অভিনেতা। পায়ে সেলাই নিয়েই এরপর মন্দির দর্শনে যান তনুশ্রী। খয়েরি সালোয়ার কামিজের সঙ্গে সাদা দোপাট্টা, মাথায় চন্দন লেপা তনুশ্রীর হাসিমুখ দেখে বুঝা দায় কিছুক্ষণ আগেই রক্তাক্ত হতে হয়েছে নায়িকা। 

তনুশ্রী সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'আজকের দিনটা ছিল রোমাঞ্চে ভরা। ফাইনালি মহাকাল দর্শন হল। মন্দির যাওয়ার পথে পথ দুর্ঘটনা। ব্রেক ফেল ক্র্যাশ। জয় শ্রী মহাকাল।'  সূত্র: জিনিউজ

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি