ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

ভক্তদের সঙ্গে শাহরুখের ঈদ শুভেচ্ছা বিনিময়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:০৪, ৩ মে ২০২২

কোভিড পরবর্তী বিধিনিষেধ শিথিল হওয়ায় এবারের ঈদ উৎসবে পরিণত হয়েছে। ২০২২ সালের এই ঈদকে আরও খানিক শুভ করার দায়িত্ব নিলেন কিং খান।

তার বাড়ি 'মান্নাত'-এর সেই বিখ্যাত ব্যালকনিতে দাঁড়িয়ে বাড়ির সামনে ভিড় করা অগণিত ভক্তদের উদ্দেশে জানালেন ঈদের শুভেচ্ছা। ঠিক যেমন বছর দুই আগে পর্যন্ত একটা নিয়মের মতো করতেন এই কাজ। দুই বছর পর ফের সেই চেনা রীতি।

ঈদের দিন সকাল থেকে 'মান্নাত'-এর সামনে লোকে-লোকারণ্য। এ যেন সিনেপ্রেমীদের কাছে খুবই চেনা দৃশ্য। তারপর এক বিশেষ সময়ে ব্যালকনিতে আসবেন বাদশা! ভক্তদের উদ্দেশে হাত নাড়বেন, ভালবাসা পাঠাবেন, কখনও করজোড়ে প্রণাম তো কখনও সেলাম। 

সেই চেনা দৃশ্য ফের দেখা গেল মঙ্গলবার। জনসমুদ্রের উদ্দেশে হাত নাড়লেন, প্রণাম করলেন, সেলাম ঠুকলেন। তুললেন সেলফিও। পোস্ট করলেন সেই ছবি নিজের সোশ্যাল মিডিয়ায়। 

ক্যাপশনে লিখলেন, ঈদে তোমাদের সকলের সঙ্গে দেখা করতে খুব ভাল লাগে... আল্লাহ তোমাদের সকলকে ভালবাসা, আনন্দ দিন। ঈদ মুবারক।

এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি