ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

এ আর রহমানের মেয়ে খাদিজার বিয়ে সম্পন্ন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫৪, ৬ মে ২০২২

Ekushey Television Ltd.

বিয়ে সেরে ফেলেছেন বলিউড সুরসম্রাট এ আর রহমানের কন্যা খাদিজা রহমান। এর আগে জানুয়ারিতে অডিও ইঞ্জিনিয়ার রিয়াসদীন শাইক মোহাম্মদের সঙ্গে বাগদান সম্পন্ন হয় তার। এবার পাকাপাকিভাবে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হল। বিয়েতে পরিবারের ঘনিষ্ঠ সদস্য এবং বন্ধু-বান্ধবীরা উপস্থিত ছিলেন।

এ নিয়ে একটি পারিবারিক ছবি শেয়ার করেছেন অস্কারজয়ী সুরকার। সাদা পোশাকে বর-কনে বসেছিলেন সোফায়। রহমানের বড় মেয়ে রাহিমা, স্ত্রী সায়রা বানু, সুরকার নিজে এবং ছেলে আমিনকে পেছনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

ইনস্টাগ্রামে ছবিটি শেয়ার করে এ আর রহমান নিজেই। আর তাতে লিখেছেন, ‘সর্বশক্তিমান নবদম্পতিকে আশীর্বাদ করুন…আপনাদের শুভকামনা এবং ভালোবাসার জন্য অগ্রিম ধন্যবাদ। আর দুজনের ছবি শেয়ার করে খাদিজা লিখলেন, এই দিনটারই অপেক্ষায় ছিলাম।’

বাবার মতো খাদিজাও একজন সংগীতশিল্পী। তিনি কৃতি শ্যানন অভিনীত ‘মিমি’ সিনেমার জন্য জনপ্রিয় ‘রক এ বাই বেবি’সহ বিভিন্ন গান গেয়েছেন।
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি