ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

কলকাতার সিনেমায় তাসনিয়া ফারিণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৫, ৭ মে ২০২২

বাংলা নাটকের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। তুমুল জনপ্রিয়তা পাওয়া এই অভিনেত্রী প্রথমবার পা রাখতে যাচ্ছেন বড় পর্দায়। তবে দেশের নয়, ফারিণের ক্যারিয়ারে প্রথম সিনেমা হতে যাচ্ছে ভারতীয় প্রখ্যাত নির্মাতা অতনু ঘোষের হাত ধরে।

‘রবিবার’ খ্যাত কলকাতার এই নির্মাতার সিনেমাতে ফারিণের সুযোগ পাওয়ার নেপথ্যে রয়েছে দেশের মেধাবী নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর প্রথম ওয়েব সিরিজ ‘লেডিস এন্ড জেন্টলম্যান’।

ওটিটি প্লাটফর্ম জি-ফাইভের জন্য নির্মিত ফারুকীর ওই ওয়েব সিরিজে মূখ্য ভূমিকায় অভিনয় করে তুমুল প্রশংসিত হন ফারিণ। সেখানে তার দুর্দান্ত অভিনয় চোখ এড়ায়নি নির্মাতা অতনু ঘোষের। ফারিণের সেই সিরিজটি দেখেই নির্মাতা তার নতুন সিনেমার জন্য বাংলাদেশের এই তারকা অভিনেত্রীকে নির্বাচন করেন বলে জানান।

কলকাতার একটি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, অতনুর ১০ নম্বর সিনেমা হতে যাচ্ছে ‘আরও এক পৃথিবী’। সিনেমার প্রেক্ষাপট এবার সুদূর লন্ডন। শুধু তাই নয়, অতনুর এই সিনেমাতে তাসনিয়া ফারিণ ছাড়াও অভিনয় করবেন কৌশিক গঙ্গোপাধ্যায়, সাহেব ভট্টাচার্য এবং অনিন্দিতা বসু।

অতনুর এই সিনেমা মূলত চারজনের গল্প বলবে। যে চারজন মানুষের মাথার উপর নিজস্ব ও বিশ্বস্ত ছাদ নেই। সেই ছাদ খোঁজার গল্পই বলবে অতনুর এই সিনেমা। এই চার চরিত্রর আলাদা আলাদা চার গল্পই এক সুতোয় বাঁধবেন পরিচালক অতনু।

এমএম/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি