ঢাকা, বুধবার   ২৬ ফেব্রুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

প্রেমে জড়িয়েছেন সোনাক্ষী-জহির!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪১, ৭ মে ২০২২

Ekushey Television Ltd.

বলিউডে গুঞ্জন রটেছে সোনাক্ষী-জহিরকে নিয়ে। হাওয়ায় ভাসছে তাদের প্রেমের খবর। যদিও এ গুঞ্জন অনেক আগের। ইন্ডাস্ট্রিতে অনুরাগীদের চোখে তারাই এখন সেরা জুটি।

কারণ প্রায়ই দু’জনকে একসঙ্গে দেখা যাচ্ছে। নানা জায়গায় ঘুরছেন তারা। ইনস্টাগ্রামে দেখাও যাচ্ছে সে সব ছবি। আর সেই থেকেই হাওয়ায় ভাসছে প্রেমের খবর। আর সেই প্রেমের দূত নাকি আর কেউ নন, স্বয়ং বলিউডের ‘ভাইজান’, সালমান খান!

সদ্য জাহিরের জন্মদিনে এক সঙ্গে দুটি ছবি পোস্ট করেছেন সোনাক্ষী। ক্যাপশনে লেখা— ‘এই গ্রহের সবচেয়ে বিরক্তিকর, অথচ সবচেয়ে দারুণ মানুষ!’ 

জাহির অবশ্য সব রটনাই হেসে উড়িয়ে দিয়েছেন নিমেষে। এ বিষয়ে তার বক্তব্য, “আমাদের প্রেমের গুজব তো কবে থেকেই শুনছি! লোকে যা ভাবে ভাবুক, কিছু যায় আসে না আর। এসবে গুরুত্ব দেওয়া ছেড়ে দিয়েছি।”

বলিউড ইন্ডাস্ট্রিতে জহিরের কাজ গুরু সালমান খানের হাত ধরেই। আর তাই অনুরাগীদের মনে প্রশ্ন, ভাইজানই কী সোনাক্ষীর সঙ্গে জহিরকে বেঁধে দিয়েছেন প্রেমের সুতায়?

এ বিষয়ে জাহিরের স্পষ্ট উত্তর, ‘‘ভাইজান নিজেই বলেছেন, লোকে এমন অনেক কিছু বলবে, যা সত্যি নয়। তাতে গুরুত্ব দিতে নেই। সেই পরামর্শ মেনেই চলছি।’’
সূত্র: আনন্দবাজার
আরএমএ/ এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি