ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

মেদ ঝরিয়ে আবারও বলিউডে ফিরছেন তনুশ্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩০, ৮ মে ২০২২ | আপডেট: ১৫:৩৬, ৮ মে ২০২২

Ekushey Television Ltd.

দীর্ঘ সময় বিরতীর পর আবারো যেনো ফেরার তাগিদ অনুভব করছেন প্রাক্তন মিস ইউনিভার্স খেতাবজয়ী অভিনেত্রী তনুশ্রী দত্ত। যার ধারাবাহিকতায় ইতোমধ্যেই ১৭ কেজি বাড়তি মেদ ঝরিয়ে ফেলেছেন তিনি। তাই বলিপাড়ার গুঞ্জন তার বলিউডে ফেরা এখন সময়ের ব্যাপার মাত্র।

সোশ্যাল মিডিয়ায় সদ্য পোস্ট করা একাধিক ছবিতে তাকে আগের মতোই তরতাজা এবং ছিপছিপে দেখাচ্ছে। হঠাৎ তার পরিবর্তন দেখে আশায় বুক বাঁধছেন ভক্তরাও। 

অনুরাগীদের প্রশ্ন, আবার কি তবে পর্দায় দেখা যাবে ‘আশিক বনায়া আপনে’-র উষ্ণ নায়িকাকে?

তনুশ্রী পেশায় মডেল-অভিনেত্রী, যেমনটি আরও অনেক তারকারই জীবনের গ্রাফ। বলিউডে পর পর কাজের প্রস্তাব পেতেন তিনিও। কিন্তু হঠাৎ দেশ ছেড়ে পাড়ি দেন মার্কিন মুলুকে।
 
যার কারণ হিসেবে তিনি জানিয়েছিলেন, ইন্ডাস্ট্রিতে কিছু মানুষের আচরণে তিনি ক্ষুব্ধ হয়েছেন। তারপর সেখানে তথ্যপ্রযুক্তি নিয়ে পড়াশোনার শেষে আমেরিকায় চাকরির প্রস্তাব পান। আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রালয়ে সরকারি চাকরিও মিলে যায়। তবু শেষমেশ সেখানে মন টিকল না অভিনেত্রীর।

সম্প্রতি ইনস্টাগ্রামে একটি দীর্ঘ পোস্ট দিয়ে তনুশ্রী লেখেন, ‘‘আমি বরাবরই নিয়মানুবর্তী, গোছানো মানুষ। মার্কিন প্রতিরক্ষা বিভাগে চাকরির প্রস্তাব আমার কাছে খুবই আনন্দের, চাকরিটাও নিরাপদ। কিন্তু ওতে ঢুকলে আগামী ৩ বছর দেশে ফিরতে পারতাম না। তা ছাড়া আর একবার ভেবে দেখলাম, অভিনয় করার শখ এখনও মেটেনি।’’

তনুশ্রী আরও লিখেছেন, ‘‘ ভালো লোকও তো আছে ইন্ডাস্ট্রিতে। এখনও তো ভাল কাজের প্রস্তাব আসছে। তাই খারাপ দিকগুলো মন থেকে সরিয়ে রেখে আরও একবার বলিউডে পা রাখতে চাই।’’

সূত্রঃ আনন্দবাজার অনলাইন
আরএমএ/এমএম
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি