ঢাকা, মঙ্গলবার   ২৫ ফেব্রুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

‘এপাং ওপাং ঝপাং’ মুখ্যমন্ত্রীকে শ্রীলেখার খোঁচা!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০৭, ১০ মে ২০২২

Ekushey Television Ltd.

বাংলা ২৫ শে বৈশাখে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১ তম জন্মদিন পালন করেছে পুরো বাংলা। বাদ যাননি টালিউডে তারকারাও। কেউ নাচ, কবিতা আর গান গেয়ে উদযাপন করেছেন কবির জন্মদিন। তবে টালিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্র সবার চেয়ে একটু ভিন্ন কাজ করেছেন। তিনি রবীন্দ্রনাথের কবিতা পাঠ না করে করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কবিতা।

সম্প্রতি বাংলা একাডেমী পুরস্কার পেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ‘কবিতা বিতান’ কাব্যগ্রন্থের জন্য এই পুরস্কার দেওয়া হয়েছে রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতরের পক্ষ থেকে। আর তা নিয়েই কটাক্ষের সুর ভেসে এল অভিনেত্রীর তরফ থেকে। 

মঙ্গলবার সকাল বেলায় সেই কবিতা পাঠের ভিডিও নিজের ভেরিফায়েড ফেইজবুক পেইজে শেয়ার করেন শ্রীলেখা। 

কবিতা পাঠের আগে বলেন, ‘‘কে বলেছে বাঙালিরা শুধুই রবীন্দ্রনাথের লেখা পড়ে। এই তো কিছুদিন আগেই মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা একাডেমী পুরস্কারে পুরস্কৃত হলেন, তার নিরলস সাহিত্যচর্চা আর সাধনার জন্য।’’

একই সাথে শ্রীলেখা আরও বলেন, ‘‘আমি তার প্রতি সম্মান, শ্রদ্ধা জানিয়ে তার দুটো কবিতা পাঠ করলাম।’’ 

প্রথমে পড়েছেন ‘এপাং ওপাং ঝপাং’ কবিতাটি। কবিতা শেষ করেই কটাক্ষের সুরে অভিনেত্রী বললেন, ‘‘ নিশ্চই এ কবিতার গুঢ় অর্থ আছে। তাই যারা তাকে একাডেমী পুরস্কার দিয়েছেন সুবিচার করেছেন।

তারপর পড়েছেন ‘হাম্বা’ কবিতাটি। এই কবিতা শেষ করে মন্তব্য করেন, ‘‘উনার যে কত পশুপ্রেম আছে তা এই কবিতাটায় বোঝা যায়। আমিও তো পশুপ্রেমী। 

২ মিনিট ১৬ সেকেন্ডের ভিডিওতে স্পষ্ট মমতার প্রতি কটাক্ষ করেন শ্রীলেখা।

শ্রীলেখার পোস্ট করা এই গুরুগম্ভীর ভিডিওটি মুহূর্তেই নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায়। ভিডিওর কমেন্টের ঘর অনুরাগীদের নানান মন্তব্যে ভরে যায়। 

তাদের মধ্যে একজন কমেন্ট করেছেন, ‘‘আমি বাকরুদ্ধ! এতো নোবেল পাওয়ার যোগ্য!’’ 

আরেকজন একই ভাবে মজা করে লিখেছেন, ‘‘খুব অনুপ্রাণিত হলাম, এবার থেকে আমিও লিখব কবিতা।’’ 

আবার অনেকেই লিখেছেন, ‘‘এত গুরুগম্ভীর মুখ করে হাসাতে একমাত্র শ্রীলেখাই পারেন। তাই সাধুবাদ পাওয়া অভিনেত্রীরও প্রাপ্য।’’

এমএম/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি