ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

ক্যাটরিনা ২ মাসের অন্তঃসত্ত্বা!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৪৮, ১২ মে ২০২২

দীর্ঘ প্রেমের পর গাঁটছড়া বেঁধেছিলেন ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশল। তাদের বন্ধনে খুশিতে মেতে উঠেছিলেন ভক্তরাও। এ বার আরও এক 'নতুন খবরে' যার পর নাই উচ্ছ্বসিত অনুরাগীরা! সত্যিই কি মা হতে চলেছেন ক্যাটরিনা?

প্রেমে মশগুল দম্পতির নানা মুহূর্তের ছবি প্রতিনিয়ত আসতেই থাকছে নেট দুনিয়ায়। মাতৃদিবসে লন্ডনে ক্যাটরিনার মা সুজানের কাছে আশীর্বাদ নিয়ে এসেছেন দু'জনে। তারপর হঠাৎ দেখা যায় প্রিয় রেস্তরাঁয় খেতে উড়ে গিয়েছেন নিউ ইয়র্ক! 

সেখানেও প্রেমঘন মুহূর্ত প্রকাশ্যে এসেছে দম্পতির। সম্প্রতি একটু বেশিই একত্রে ছুটি কাটাতে দেখা যাচ্ছে 'ভিক্যাট'কে। সে নিয়েই দু'য়ে দু'য়ে চার করছে টিনসেল নগরী। কানাঘুষো শোনা যাচ্ছে, দু'মাসের অন্তঃসত্ত্বা ক্যাটরিনা। বাবা হতে চলেছেন ভিকি। সেই আনন্দেই কি ঘন ঘন উদ্‌যাপন?

শুধু তাই নয়, বেশ কয়েক জন প্রযোজক যাঁরা তাদের ছবির জন্য ক্যাটরিনার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন, তারাও নাকি সময়সূচি বদলাচ্ছেন। বলিউড সূত্রে খবর, 'মেরি ক্রিসমাস'-এর পর ক্যাটরিনার সব ছবির শ্যুটিং পিছিয়ে নিয়ে যাওয়া হয়েছে ২০২৩ সালে।

তবে পরিবারে নতুন সদস্যের আগমনের বিষয়ে ভিকি এবং ক্যাটরিনা আনুষ্ঠানিক ভাবে এখনও কিছুই জানাননি।

এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি