ঢাকা, বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪

বিদেশি গল্পে বিটিভির নাটক ‘বাঘবন্দি খেলা’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২০, ১৩ মে ২০২২

বিশ্বের নামকরা সব সাহিত্যিকদের জনপ্রিয় গল্প-উপন্যাস থেকে বিটিভিতে নির্মিত হচ্ছে ‘বিশ্বনাটক পর্ব’। প্রতি মাসেই একটি করে নাটক প্রচারিত হচ্ছে। মে মাসের বিশ্ব নাটক পর্বে প্রচারিত হবে নাটক ‘বাঘবন্দি খেলা’।

ঈমাম হোসাইনের প্রযোজনায় নাটকটি অনুবাদ করেছেন অধ্যাপক আবদুস সেলিম। এর বিভিন্ন চরিত্র অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, জয়িতা মহলানবীশ, সাদিকা স্বর্ণা, মরু ভাস্কর, রিয়াদ রায়হানসহ অনেকে।  

প্রযোজক জানান, নাটকটিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে পশ্চিমা হতাশাগ্রস্ত মধ্যবিত্ত সমাজের নারীদের প্রেম-বিচ্ছেদ, আনন্দ-বেদনা, সুখ-দুঃখ, আশা-নিরাশার চিত্র তুলে ধরা হয়েছে।

আগামী শুক্রবার (১৩ মে) রাত ৯টায় ‘বাঘবন্দি খেলা’ বিটিভিতে প্রচার হবে।

এমএম/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি