ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

অবশেষে অর্জুনকে বিয়ে করছেন মালাইকা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫৯, ১৩ মে ২০২২

বলিউডের অন্যতম আলোচিত জুটি মালাইকা আরোরা ও অর্জুন কাপুর প্রায় অর্ধযুগ ধরে প্রেম করছেন। কিন্তু তাদের সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে এসেছে বছর তিনেক আগে। এখন তারা প্রকাশ্যেই একে-অন্যের সঙ্গে ঘনিষ্ঠ ছবি শেয়ার করেন। এবার দুজনই ইঙ্গিত দিলেন বিয়ের।

সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে মালাইকাকে প্রশ্ন করা হয়, অর্জুনকে বিয়ে করবেন কবে?

জবাবে মালাইকা বলেন, ‘‘আমি আর অর্জুন এখন এমন একটা পরিস্থিতিতে রয়েছি, যেখানে পরবর্তী পদক্ষেপ চিন্তা-ভাবনার সময় এসেছে। আমরা একে অন্যকে সত্যিকার অর্থেই চাই। ভবিষ্যতেও আমাদের এই পথচলা একসঙ্গে থাকবে। দেখছি কবে বিয়েটা সেরে নেওয়া যায়।’’

মালাইকা আরও বলেন, ‘‘যে কোনো সম্পর্কেই নিশ্চয়তা খুব জরুরি। আমি খুশি যে আমরা এই বিষয়ে দুজনেই ইতিবাচক চিন্তা করি। সবসময় ওকে বলি যে, আমি ওর সঙ্গেই বৃদ্ধা হতে চাই।’’

উল্লেখ্য, অর্জুনের চেয়ে মালাইকা আরোরা বয়সে ১২ বছরের বড়। ১৯৯৮ সালে অভিনেতা-নির্মাতা আরবাজ খানকে বিয়ে করেছিলেন মালাইকা। তার একটি পুত্র সন্তানও রয়েছে। ২০১৭ সালে দীর্ঘ ১৭ বছরের সংসারের ইতি টানেন অভিনেত্রী। শোনা যায়, অর্জুনের সঙ্গে প্রেমের কারণেই আরবাজের ঘর ছেড়েছেন মালাইকা। কিন্তু সমস্ত গুঞ্জন, বিতর্ক ছাপিয়ে প্রেমে ডুবে ছিল এ যুগল।

সূত্র: আনন্দবাজার পত্রিকা
এমএম/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি