ঢাকা, শুক্রবার   ২৮ ফেব্রুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

আসিফ-নচিকেতা যৌথ কণ্ঠে ‘কাঁটাতার’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২২, ১৬ মে ২০২২ | আপডেট: ১২:২৩, ১৬ মে ২০২২

Ekushey Television Ltd.

নচিকেতা মানেই আলোড়ন। আর সেই আলোড়নে যুক্ত হলেন দেশের সংগীতশিল্পী আসিফ আলতাফ। তাদের যৌথ কণ্ঠে এলো নতুন একটি গান।

‘কাঁটাতারের এপার থেকে, দেখছি তুমি আছোই সুখে, রাজত্বটা তোমার শাসনে।’—এমন কথার গানটির ভেতর দিয়ে দুই শিল্পীর কণ্ঠে উঠে এসেছে দেশভাগের আফসোস আর সীমান্তে কাঁটাতারের ক্ষোভ।

‘কাঁটাতার’ শিরোনামে এই গানটি সম্প্রতি ইউটিউবে মুক্তি পেয়েছে। গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি এর কথা ও সংগীত পরিচালনা করেছেন আসিফ আলতাফ নিজেই।

সহশিল্পী হিসেবে এতে কণ্ঠ দিয়েছেন নচিকেতা। গানটি প্রযোজনা করেছে পাভেল আরিনের বাটার কমিউনিকেশন।

এই গানের বিষয়ে আসিফ আলতাফ বলেন, ‘অনেকদিন ধরে একটা গান মাথায় ঘুরছিল নচিকেতাকে নিয়ে। তিনি গাইবেন নাকি গাইবেন না এটা ছিল সবচেয়ে বড় সংশয়। বন্ধু পাভেল আরিন গানটি শোনার সঙ্গে সঙ্গেই সিদ্ধান্ত নিলো আমি আর নচিকেতা নাকি একসাথে গাইবো সেটা।

আশ্চর্যের ব্যাপার হলো, গাওয়ার জন্য আলোচনা থেকে শুরু করে রেকর্ডিং শেষ হওয়া পর্যন্ত নচিকেতার আন্তরিকতা আর পেশাদারিত্ব ছিল লক্ষণীয়। আমার লেখা-সুরে, আমাকে সঙ্গে নিয়েই তিনি গাইলেন এটা আমার জন্য একটা বিরাট পাওয়া।’ 

‘কাঁটাতার’ গানটির ভিডিও নির্মাণ করেছেন মোমিন বিশ্বাস।

আরএমএ
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি