ঢাকা, মঙ্গলবার   ২৫ ফেব্রুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

মাছের ওজনে রিয়াজ কাইত!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫২, ১৭ মে ২০২২

Ekushey Television Ltd.

ঈদের ছুটিতে পরিবার-পরিজন এবং আত্মীয়-স্বজনদের সঙ্গে সময় কাটিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা রিয়াজ আহমেদ। অবসরে তার এই আনন্দে বিশেষ মাত্রা যোগ করেছে বিশাল আকৃতির এক কাতলা মাছ। কারণ ওই মাছটিই বড়শিতে শিকার করেছেন নায়ক রিয়াজ। আর মাছ ধরার এই অভিজ্ঞতা ফেসবুকে শেয়ারও করেছেন তিনি। 

সোমবার (১৬ মে) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বড়শিতে মাছ ধরার কয়েকটি ছবিসহ নিজের অভিব্যক্তি জানিয়েছেন রিয়াজ। 

তিনি লিখেছেন, ‘আমাদের এবারের ছুটির বাড়তি পাওয়া এই বিশাল মনস্টার কার্প (কাতল), এই সাইজের মাছ এখন বেশ বিরল। মাছটি ল্যান্ডিং (পানি থেকে ওপরে তোলা) করানো কঠিন ছিল। কারণ আমার মাছ তোলার নেটের থেকে এটার আকার বড়। শেষে পানিতে নেমে মিনার ভাই এটাকে অনেক কসরত করে ডাঙ্গায় তোলেন।’

‘প্রতি মুহূর্তে মনে হচ্ছিল এই বুঝি ছুটে গেল। সেই টেনশনে ভিডিও করা হয়নি আমার ফোনে। কেউ যদি ভিডিও করে থাকেন, ইনবক্স করবেন প্লিজ।’

সবশেষ সৃষ্টিকর্তাকে কৃতজ্ঞতা জানিয়ে রিয়াজ লেখেন, ‘সৃষ্টিকর্তাকে জানাই কৃতজ্ঞতা। ধন্যবাদ তিনা ও আমিরা, রোদে পুড়ে আমাকে সময় দেবার জন্য...। ধন্যবাদ প্রাণের মানুষ মিনার ভাই ও আপনার সকল স্টাফ কে...।’

‘ধন্যবাদ প্রিমিটিভ ফিশিং বাই আকিব- এর আকিব ভাইকে...। আপনার টোপ ও চার ছাড়া এটা সম্ভব হতো না। আর ওজন? আমি নিজেই বাঁকা হয়ে আছি ....।’

এসবি/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি