ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ঢাকায় আসছেন বলিউড অভিনেত্রী শিল্পা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০৪, ১৮ মে ২০২২

Ekushey Television Ltd.

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শিল্পা শেঠি ঢাকায় আসবেন। যা তিনি নিজেই এক ভিডিও বার্তার মাধ্যমে নিশ্চিত করেছেন। 

জানা গেছে,  ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে আগামী  ২৮-৩০ জুলাই 'মিরর প্রেজেন্ট বিজনেস লিডারশীপ অ্যাওয়ার্ড' অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানেই প্রধান অতিথি হয়ে উপস্থিত হবেন শিল্পা। তার হাত হতেই অনুষ্ঠান সেরারা নিবেন অ্যাওয়ার্ড।

শিল্পা শেঠির ঢাকায় আসার বিষয়টি মিররের প্রধান শাহ জাহান ভূইয়া রাজুও নিশ্চিত করেছে। 
তিনি বলেন,  'মিরর প্রেজেন্ট বিজনেস লিডারশীপ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে শিল্পা শেঠির আসার বিষয়টি নিশ্চিত। আমরা তার সঙ্গে যাবতীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছি। ইতোমধ্যে শিল্পা ভিডিও বার্তা দিয়ে বিষয়টি কনফার্মও করেছেন। 

শিল্পা শেঠির ঢাকায় আসা এবারই প্রথম নয়। এর আগে ২০১৬ সালেও ঢাকায় এসেছিলেন তিনি। সে সময় ‘প্যাসন ফর ফ্যাসন’ শিরোনামের ফ্যাশন শোতে অংশ নেয়ার জন্য ঢাকায় এসেছিলন এই বলিউড সুন্দরী।

আরএমএ
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি