ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

‘দাদাগিরি’র মঞ্চে দারুণ চমক! একসঙ্গে নাচলেন সৌরভ-ডোনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৮, ২৩ মে ২০২২

Ekushey Television Ltd.

শেষ হল ‘দাদাগিরি সিজন ৯’-এর শুটিং। দীর্ঘদিন দাদাগিরি সঙ্গে থেকে শেষবেলায় এসে ছক্কা হাঁকালেন সৌরভ সৌরভ গঙ্গোপাধ্যায়। তুরুপের আসল তাসটা বের করলেন একদম শেষলগ্নে। আগামী ৫ জুন সম্প্রচার হতে যাওয়া গ্র্যান্ড ফিনালেতে শাহরুখ-দীপিকার গানে নাচতে দেখা যাবে সৌরভ-ডোনাকে! 

শনিবার (২০মে) অনুষ্ঠিত হয়েছিল চলতি সিজনের গ্র্যান্ড ফিনালে। নিউ টাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে ‘দাদাগিরি’র জমকালো ফাইনাল পর্বের অনুষ্ঠানটি ধারণ করা হয়।

প্রথমবারের মত একসঙ্গে মঞ্চে নাচবেন এই জুটি। ওড়িশি নৃত্যের প্রথিতযশা শিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়, অন্যদিকে দাদাগিরি-র মঞ্চে একাধিক নায়িকার সঙ্গে পারফর্ম করে সৌরভও এখন নাচতে ভয় পান না!

সৌরভ বরাবরই নিজেকে শাহরুখ ভক্ত বলে দাবি করেন। এদিন এসআরকের ‘ওম শান্তি ওম’ সিনেমার ‘আঁখো মে তেরি আজব সি আজব সি অদায়েঁ হ্যায়’ গানেই চুটিয়ে নেচেছেন তারা। 

এদিন সাদা শার্টের উপরে কালো ভেস্ট, ব্লেজারে সেজেছেন সৌরভ। সঙ্গে মানানসই কালো ট্রাউজার্স। আর ডোনার দেখা মিলবে গোলাপি শাড়িতে। 

এদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও সৃজিত মুখোপাধ্য়ায়। 

প্রতিযোগীদের খেলতে সাহায্য করবেন ডোনা এবং বুম্বাদা। শুরুতে শোনা গিয়েছিল এই অনুষ্ঠানে হাজির থাকবেন কাজল ও অজয় দেবগণ। তবে সিডিউল জটিলতায় তেমনটা শেষ পর্যন্ত সম্ভব হয়নি। 

সূত্র: হিন্দুস্তান টাইমস
এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি