ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

এক ঘণ্টার সিদ্ধান্তে বিয়ে করলেন এমি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:১৬, ২৪ মে ২০২২ | আপডেট: ১৫:১৯, ২৪ মে ২০২২

Ekushey Television Ltd.

নতুন অভিজ্ঞতার খাতায় নাম লেখালেন চিত্রনায়িকা এমিয়া এমি। কিছুটা হয়তো অন্যরকম শোনালেও মাস কিংবা বছর নয়, মাত্র এক ঘণ্টার সিদ্ধান্তে জীবনের নতুন অধ্যায়ে পা রেখেছেন এই অভিনেত্রী। এক কথায় বিয়ে করেছেন তিনি।

অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার ফাহেয়াজ শাহরুখের সঙ্গে গত রোববার সন্ধ্যায় বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন এই নায়িকা। 

এই বিষয়ে এমিয়া এমি বলেন, “কমন বন্ধুর মাধ্যমে আমাদের পরিচয়, তাও সেটা ৪ দিনের। পরিচয়ের ৫ দিনের মাথায় আমাদের দু’জনের মনে হলো আমরা সারাজীবন একসঙ্গে থাকতে চাই। যার কারণেই এক ঘণ্টার ডিসিশনে বিয়ে করেছি।”

জানা গেছে, ফাহেয়াজ শাহরুখের বাড়ি কুমিল্লায় হলেও জন্ম ও বেড়ে ওঠা ঢাকায়। 

হানিমুন প্রসঙ্গে এমি জানিয়েছেন, সে (শাহরুখ) লন্ডনে চলে যাবে। সেভাবে হানিমুনের পরিকল্পনা করা হয়নি। তবে হানিমুনটা পবিত্র হজের মাধ্যমে শুরু করার ইচ্ছে আছে।
আরএমএ/ এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি