ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

পুষ্টির অভাব, মাতৃত্বে বাধা ছিল বিরল রোগে আক্রান্ত শিল্পার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১৩, ২৫ মে ২০২২ | আপডেট: ০৯:১৪, ২৫ মে ২০২২

Ekushey Television Ltd.

মাতৃত্ব নিয়ে কঠিন সময় কেটেছে শিল্পা শেট্টির। তার মতো এক জন স্বাস্থ্যসচেতন নায়িকারও শারীরিক জটিলতা? অবাক হয়েছিলেন শিল্পা নিজেই। কিন্তু শরীর-স্বাস্থ্য ঠিক রাখলেও বিরল রোগে আক্রান্ত রাজ কুন্দ্রার স্ত্রী। তার ফলে কম ভোগান্তি পোহাতে হয়নি শিল্পাকে।

শিল্পার ৩০ বছর বয়সের পর তিনি আর রাজ সিদ্ধান্ত নেন, তারা অভিভাবক হবেন। সেই প্রক্রিয়াও শুরু হয়। অন্তঃসত্ত্বাও হন। কিন্তু গর্ভপাত হয়ে যায় শিল্পার। এক বার নয়, দু’বার। চিকিৎসক পরীক্ষানিরীক্ষা করে জানান, শিল্পা অ্যান্টিফসফোলিপিড সিন্ড্রোম রোগে আক্রান্ত। এই রোগে আক্রান্ত নারীরা সহজে অন্তঃসত্ত্বা হতে পারেন না।

নায়িকা এক সাক্ষাৎকারে সে কথা জানানোর সময়ে বলেছিলেন, ‘‘মাত্র দুই শতাংশ নারীরা এই রোগে আক্রান্ত হন। আমি তাদের মধ্যেই এক জন। হতবাক হয়ে গিয়েছিলাম। মা হতে চাইছিলাম, কিন্তু মা না হতে পারার যন্ত্রণায় ভুগছিলাম।’’

এর পর চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, পরের বার অন্তঃসত্ত্বা হওয়ার সময়ে তাকে টানা সাড়ে সাত মাস ধরে ইঞ্জেকশন নিতে হয়। মা হওয়ার ইচ্ছাশক্তিতে ভর করে সেই কষ্ট সহ্য করেন শিল্পা। 

২০১২ সালে ছেলে ভিয়ানের জন্ম দিয়েছিলেন শিল্পা। তার পরে ২০২০ সালে দ্বিতীয় সন্তান কন্যা শমিশার জন্ম হয় সারোগেসির সাহায্যে, ভিয়ানের জন্মের পর শিল্পা চাইতেন, তার ছেলের ভাই বা বোন হোক। তা হলে মিলেমিশে ভাল থাকবে সন্তান। কিন্তু শারীরিক জটিলতার কারণে নিজের শরীরে সন্তান ধারণ করার সাহস পাননি সে বার। তাই সারোগেসির সাহায্যেই ভিয়ান পেয়েছে বোন।

সূত্র: হিন্দুস্তান টাইমস

এসবি/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি