ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

‘ভাগ্য’ নিয়ে ফিরছেন নিপুণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৮, ২৫ মে ২০২২

অভিনেত্রী হলেও বেশ সময় ধরে রেষারেষি চলছে নেতৃত্ব নিয়ে। তাই তেমনভাবে অভিনয়ের মধ্যে খুঁজে পাওয়া যায়নি ঢালিউড অভিনেত্রী নিপুণকে। তবে এবার অনুরাগীদের জন্য নিয়ে এলেন সুখবর। জানালেন নতুন সিনেমার কথা।   

জানালেন, ‘ভাগ্য’ নামের একটি সিনেমার শুটিং করছেন তিনি। শুটিং-এর কাজ চলবে ৩০ মে পর্যন্ত। সিনেমাটি পরিচালনা করছেন মাহবুবুর রহমান।

এ সিনেমায় নিপুণের বিপরীতে নায়ক হিসেবে আছেন চিত্রনায়ক মুন্না। এই জুটি আগেও উত্তম আকাশের ‘ধূসর কুয়াশা’ নামের একটি সিনেমায় অভিনয় করেছেন।

এই বিষয়ে নিপুণ বলেন, “সিনেমাটির গল্পটা বেশ ভালো। আশা করি দর্শকরা এটি গ্রহণ করবেন।”

এ সিনেমায় ছোটবেলায় মা-বাবাকে হারিয়ে চাচার কাছে বড় হওয়া এক মেয়ের চরিত্রে অভিনয় করছেন নিপুণ। যেখানে চাচা তাকে দিয়ে নানা ধরনের প্রতারণামূলক কাজ করান। কখনও প্রেমিকা সেজে বড়লোকদের ফাঁসানো, কখনও চোরাচালানিদের সাহায্য করা। পরে চাচার কাছ থেকে পালানোর সিদ্ধান্ত নেন নিপুণ।
আরএমএ/ এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি