ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

অভিনেত্রী বিদিশা’র রহস্যজনক মৃত্যু!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৯, ২৬ মে ২০২২

টালিউডের অভিনেত্রী পল্লবী দের মৃত্যুর রহস্য উৎঘাটন না হতেই আরেকটি অপমৃত্যুর খবর। এবার মৃত্যু মিছিলে যোগদিলেন অভিনেত্রী এবং মডেল বিদিশা দে মজুমদার। কলকাতার দমদমের ফ্ল্যাট থেকে তার প্রাণহীন দেহ উদ্ধার হয়েছে। 

বুধবার (২৫ মে) সন্ধ্যার পরে এই দুর্ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। কিন্তু কীভাবে তার মৃত্যু হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

তবে এটি হত্যা নাকি আত্মহত্যা, সে বিষয়ে সন্দেহ রয়েছে। ইতোমধ্যে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

জানা যায়, বিদিশার পরিবার এবং বন্ধুবান্ধবদের সঙ্গে কথা বলার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা। এখনও পর্যন্ত বিশেষ কিছু জানা যায়নি। ২১ বছর বয়সী অভিনেত্রী বাবা-মায়ের সঙ্গে একটি বাড়িতে ভাড়া থাকতেন।

অভিনেত্রীর মরাদেহ উদ্ধারের পর তা ময়নাতদন্তের জন্য পাঠানো হয় বলে জানিয়েছে পুলিশ। রিপোর্ট পাওয়া গেলে তবেই মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে জানা যাবে।

প্রসঙ্গত, নিয়মিত মডেলিং করতেন বিদিশা। এর পাশপাশি ‘ভাঁড়: দ্য ক্লাউন’ নামে একটি সিনেমায় অভিনয় করেছিলেন তিনি।
সূত্র: হিন্দুস্থান টাইমস
আরএমএ/ এসএ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি