ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

‘খোলামেলা’ আনুষ্কাকে দেখে আপ্লুত বিরাট!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:২৪, ২৭ মে ২০২২

Ekushey Television Ltd.

জন্মদিন করণ জোহরের। উপহার পেলেন বিরাট কোহলী! এত দিনের চেনা স্ত্রী-ই ধরা দিলেন একেবারে অচেনা হয়ে! মুগ্ধ চোখে অপলক দেখলেন প্রাক্তন ভারত-অধিনায়ক!

করণের জন্মদিনের পার্টিতে তারার মেলা। সেখানেই গিয়েছিলেন আনুষ্কা। সেখানেই পর্দার ‘পরি’র সাজে বড়সড় চমক। কালো বডিকন গাউন। নেকলাইনের নীচে ‘সাহসী’ কাটাছেঁড়া। সেখান থেকেই বক্ষভাঁজে উপচে পড়া যৌবন। কোমর ছোঁয়া স্লিটের ফাঁক দিয়েও খোলামেলা পেলব শরীরের উঁকিঝুঁকি। 

নিজের এমন ‘অচেনা’ ছবি নিজেই ইনস্টাগ্রামে পোস্ট করেছেন ‘চাকদহ এক্সপ্রেস’। স্ত্রীকে এমন নতুন সাজে দেখে আবেগ-উচ্ছ্বাসে ভেসেছেন বিরাটও। মন্তব্যও করেছেন— ‘ওয়াও!’ সঙ্গে বিস্ময়, প্রেম-হৃদয়ের একাধিক ইমোজি। বিরাট-ঘরনিকে প্রশংসায় ভাসিয়ে দিয়েছেন একাধিক তারকাও।

বুধবার ছিল করণের পঞ্চাশতম জন্মদিনে। সন্ধ্যা থেকেই সাজে-গ্ল্যামারে তারকা-সমাবেশ। ছিলেন বলিউডের অজস্র তারকা। সেই ভিড়েই সব আলো টেনে নিয়েছেন আনুষ্কা। তার চোখধাঁধানো অবতারে!

সূত্র: আনন্দবাজার অনলাইন

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি