ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

মা হলেন মডেল মারিয়া নুর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৮, ২৮ মে ২০২২

Ekushey Television Ltd.

মা হলেন জনপ্রিয় মডেল ও উপস্থাপিকা মারিয়া নূর। ১২ মে একটি ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তিনি। 

শুক্রবার (২৭ মে) সকালে তিনি নিজেই জানান মা হওয়ার কথা। তবে সন্তান জন্মের ১৫ দিন পর এই সুখবর জানিয়েছেন তিনি।
 
জানা যায়, পুত্রের নাম রেখেছেন সায়হান জারিব। মারিয়া মাতৃত্বকালীন ছুটিতে অবস্থান করছিলেন যুক্তরাষ্ট্রে। সেখানেই তিনি মা হয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করে মা হওয়ার খবরটি জানিয়েছেন মারিয়া নূর। সেখানে দেখা যাচ্ছে, মা মারিয়ার হাতের আঙুল ধরে আছে ছোট্ট সায়হান।
 
সেখানে ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, “মে মাসের নিখুঁত একটি দিনে আমাদের পুত্র সায়হান জারিব পৃথিবীতে এসেছে। তার আগমনে আমরা ধন্য ও কৃতজ্ঞ। আমাদের সন্তানের জন্য সবাই দোয়া করবেন।”

প্রসঙ্গত, সাইফুল আলম জুলফিকার ও মারিয়া নূর বিয়ে বন্ধনে আবদ্ধ হন ২০১১ সালের ১৫ জুন। ১১ বছরের সংসার জীবনে তাদের ঘর আলো করে এলো সন্তান সায়হান যারিব।

আরএমএ/এমএম
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি